Arjun Singh: 'পুলিশ গুন্ডাদের নিরাপত্তা দেওয়ার জন্য তৎপর থাকে', ব্যারাকপুরের ঘটনায় মন্তব্য অর্জুনের
ABP Ananda LIVE : 'পুলিশ গুন্ডাদের নিরাপত্তা দেওয়ার জন্য তৎপর থাকে। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। বেলঘড়িয়ায় এক-দুমাস অন্তর গুলি চলে, MLA বলেন ঠান্ডা করে দেব, কোনও লাভ হয়না। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা কিছু নেই', বেলঘরিয়ার ঘটনায় জানালেন বিজেপি নেতা অর্জুন সিংহ।
West Bengal News: বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে।
এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।
আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি।
তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।


















