Train Accident: ফের বেসামাল মালগাড়ি ! চন্দ্রকোণা রোড স্টেশনের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা !
ABP Ananda LIVE : সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি। চন্দ্রকোণা রোড স্টেশনের কাছে মালগাড়ির ইঞ্জিন-সহ ৫টি বগি এগিয়ে চলে যায় শালবনি স্টেশনের দিকে। পিছনে রয়ে যায় কয়লা বোঝাই ২২টি বগি। মালগাড়ির গার্ড ও চালক বিষয়টি টের পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যান রেলের কর্মী ও আধিকারিকরা। এগিয়ে যাওয়া ইঞ্জিন ও ৫টি বগিকে পিছনে এনে মালগাড়ির বাকি বগিগুলির সঙ্গে জুড়ে দেওয়া হয়। সকাল পৌনে ৮টা নাগাদ এই ঘটনা ঘটে। এর ফলে খড়গপুর-আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। ভোগান্তির শিকার যাত্রীরা। রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
West Bengal News : বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে।
এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।
আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি।
তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।


















