Suvendu on JU : 'ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন মমতা, JU-তে CPIM, TMC এক', আক্রমণে শুভেন্দু অধিকারী
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রাজপথে বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিল। নবীনা সিনেমাহল সামনে থেকে যাদবপুর তালতলা পর্যন্ত মিছিল। যাদবপুরের অচলাবস্থার জন্য বাম-তৃণমূলকে একযোগে নিশানা বিজেপির। 'ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন মমতা, JU-তে CPIM, TMC এক', আক্রমণে শুভেন্দু অধিকারী
West Bengal News : বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে।
এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।
আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি।
তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।


















