Celebrity Birthday: ভাইয়ের জন্মদিনে অদেখা ছবি পোস্ট, চিনতে পারছেন এই দুই তারকাকে?
Gaurav-Arjun: সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার যে ছবি পোস্ট করেছেন গৌরব, তাতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন অর্জুন ও গৌরব। বড়ভাই গৌরব লিখেছেন, 'ভাই না থাকলে জীবন বিস্বাদ হয়ে যায়।'
কলকাতা: অভিনয়ের ব্যস্ততা থাকুক বা অন্যান্য কাজ, বছরের বিশেষ দিনগুলো একসঙ্গে কাটাতে পছন্দ করেন তাঁরা। গোটা পরিবার একসঙ্গে হয়ে উদযাপন করেন বিশেষ দিন। আর আজ, ছোট ভাইয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার অদেখা ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)। আজ তাঁর ভাই, অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-র জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার যে ছবি পোস্ট করেছেন গৌরব, তাতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন অর্জুন ও গৌরব। বড়ভাই গৌরব লিখেছেন, 'ভাই না থাকলে জীবন বিস্বাদ হয়ে যায়। হয়তো জীবন আর একটু শান্তি থাকতে জীবনে, তবে বিস্বাদ হত। নিজেদের জোকসে নিজেরাই হাসার আরও এক বছর। শুভ জন্মদিন অর্জুন।'
View this post on Instagram
অন্যদিকে, অর্জুনকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী সৃজাও। অর্জুনের সঙ্গে একরত্তি মেয়ের ছবি আপলোড করে সৃজা লিখেছেন, 'আমরা তোমায় ভালবাসি বাবা। শুভ জন্মদিন অর্জুন।' অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অর্জুন। তারই টুকরো টুকরো কিছু ভাল মুহূর্তের ছবি তুলে ধরেছেন স্ত্রী সৃজা।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিন অর্জুনের নতুন ছবি 'খেলা যখন'। এই ছবিতে মিমির সঙ্গে জুটি বেঁধেছিলেন অর্জুন। থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করেছিলেন অরিন্দম শীল।