Karagar 2: 'কারাগার ২' মুক্তির তারিখ ঘোষণা করলেন চঞ্চল চৌধুরী
Chanchal Chowdhury: 'কারাগার'-এর প্রথম সিজন শেষ হয় রহস্য তৈরি করে। যার উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। কবে থেকে দেখা যাবে নতুন সিজন? রইল বিস্তারিত তথ্য।
কলকাতা: প্রথম সিজন ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। সিরিজের নাম 'কারাগার' (Karagar)। বাংলাদেশের (Bangladesh) এই কনটেন্ট কেবল সেই দেশেই নয়, এপার বাংলার প্রত্যেক শিল্প প্রিয় মানুষের মুখে মুখে ঘুরছে। প্রথম সিজন (First Season) শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন, কবে আসবে দ্বিতীয় সিজন? এবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্বয়ং চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।
কবে আসছে 'কারাগার ২'?
প্রশ্ন ছিল অনেকদিনই। অবশেষে মিলল উত্তর। সিরিজের মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরী রবিবার, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'কারাগার” পার্ট ২ আসছে ১৫ ডিসেম্বর। শুধু মাত্র Hoichoi তে...' (অপরিবর্তিত)
View this post on Instagram
'কারাগার' একটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। পরিচালনায় সৈয়দ আহমেদ সওকি। চলতি বছরেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে মুক্তি পায় এটি। প্রথম সিজন দেখানো শুরু হয় ১৯ অগাস্টে। বাংলাদেশের পটভূমিকায় তৈরি এই সিরিজ বহুল প্রশংসা অর্জন করেছে।
আরও পড়ুন: Taranath Tantrik: বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস
প্রসঙ্গত, শহরে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'। হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল তাঁর ভিডিওয়। দর্শকদের মন মাতাতে তিনি যে সিদ্ধহস্ত তা ফের প্রমাণ করেছে তাঁর 'হাওয়া' ছবি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া। 'কারাগার' দেখার পর তাঁর 'হাওয়া' দেখার জন্য রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।
'কারাগার'-এর প্রথম সিজন শেষ হয় রহস্য তৈরি করে। যার উত্তর মিলবে দ্বিতীয় সিজনে। এখন ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রহর গোনা।