Chandra Barot: ব্যাঙ্ক-কর্মী থেকে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়! অমিতাভ বচ্চনের সুপারহিট ছবির পরিচালক প্রয়াত
Chandra Barot Demise: চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাত বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন পরিচালক

কলকাতা: প্রয়াত পরিচালক চন্দ্র বারোট (Chandra Barot)। বলিউডে দীর্ঘদিন কাজ করেছেন চন্দ্র, 'ডন' (Don)-এর মতো ছবি পরিচালনার কাজে যুক্ত ছিলেন তিনি। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৮৬ বছর। পরিচালকের মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক অভিনেতা ফারহান আখতার। তিনি চন্দ্র বরোটের ছবি শেয়ার করে লিখেছেন, 'ডন ছবির পরিচালক চন্দ্র বারোট আর সেই। এটা জেনে খুব মনখারাপ লাগছে। রেস্ট ইন পিস চন্দ্র বরোট জি। পরিবারের প্রতি গভীর সমবেদনা।'
চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাত বছর ধরে ফুসফুসের সমস্যায় (পালমোনারি ফাইব্রোসিস) ভুগছিলেন সদ্যপ্রয়াত পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। শেষবার ও একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন তিনি। পরিচালকের মৃত্যুর খবর ছড়াতেই শোকস্তব্ধ বলিউড।
১৯৭৮ সালে চন্দ্র বারোট ‘ডন’ ছবিটি পরিচালনা করেছিলেন। পরিচালকের দক্ষতায়, অভিনেতাদের অভিনয়গুণে ছবিটি কালোত্তীর্ণ হয়ে রয়ে গিয়েছে। ‘ডন’-এর রিমেক-এ তাই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জুতোয় পা গলানোর লোভ সামলাতে পারেননি শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় কিস্তি তৈরিতে হাত রাখছেন ফারহান আখতার। তাঁর পছন্দের ‘ডন’ আবার রণবীর সিংহ (Ranveer Singh)।
তবে, চন্দ্র বারোট কিন্তু সেই সময়ে খুব সহজে ছবিটি তৈরি করতে পারেননি। সে সময়ের বড় বড় সব অভিনেতা, যেমন দেব আনন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র....সবাই ফিরিয়ে দিয়েছিলেন প্রয়াত পরিচালককে। ব্যতিক্রম ছিলেন অমিতাভ বচ্চন। যিনি পর্দায় ‘ডন’ হওয়ার সাহস দেখিয়েছিলেন। ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেলিম-জাভেদ জুটি। মূলত বলিউডে কাজ করলেও, চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। জীবনে প্রথমে তাঁর সঙ্গে রূপোলি পর্দার কোনও যোগ ছিল না। তিনি একজন ব্যাঙ্ক কর্মী ছিলেন। পরে তিনি পাকাপাকিভাবে ভারতে আসা এবং সেখানে বসবাসের সিদ্ধান্ত নেন। ‘ডন’-এর আগে ‘পূরব ঔর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া ঔর মকান’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক হিসাবে কাজ করেন তিনি। এ সব ছবির নায়ক মনোজ কুমারও প্রয়াত হয়েছেন চলতি বছর।
View this post on Instagram






















