Swini Khara Engagement: বাগদান সারলেন 'চিনি কম' শিশুশিল্পী সিনি খারা, শেয়ার করলেন ছবি
Swini Khara: আংটি বদল অনুষ্ঠানে চোখ ধাঁধানো পোশাকে সেজেছিলেন সিনি। পরেছিলেন গোলাপী গাউন, অন্যদিকে তাঁর হবু বর পরেছিলেন পুরো কালো স্যুট। প্রথম ছবিতে হাতে হাত রেখে দেখা যায় হবু দম্পতিকে।
মুম্বই: 'চিনি কম' (Cheeni Kum) ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পড়শি খুদে মেয়েটির কথা বা 'বা বহু অউর বেবি' (Baa Bahu Aur Baby) ধারাবাহিকের চৈতালিকে (Chaitali) মনে আছে? অভিনেত্রী সিনি খারা (Swini Khara) এখন আর একেবারেই ছোট্টটি নেই। এমনকী সম্প্রতি তিনি সারলেন এনগেজমেন্টও (engagement)। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বাগদান পর্বের ছবি। খুব শীঘ্রই অভিনেত্রী গাঁটছড়া বাঁধবেন বাগদত্ত ঊর্বিশ দেসাইয়ের (Urvish Desai) সঙ্গে।
বাগদান সারলেন সিনি খারা
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন সিনি। ক্যাপশনে উদ্ধৃত করেন টেইলর স্যুইফটকে। লেখেন, 'আই উড ম্যারি ইউ উইথ পেপার রিংস'। তাঁর ছবিতে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির পাড়ার অনেকে। তাঁদের মধ্যে অভিকা গোর, জ্যোতি কপূর দাস অন্যতম।
আংটি বদল অনুষ্ঠানে চোখ ধাঁধানো পোশাকে সেজেছিলেন সিনি। পরেছিলেন গোলাপী গাউন, অন্যদিকে তাঁর হবু বর পরেছিলেন পুরো কালো স্যুট। প্রথম ছবিতে হাতে হাত রেখে দেখা যায় হবু দম্পতিকে। দ্বিতীয় ছবিতে তাঁদের নাচ করতে দেখা যায়। তৃতীয় ছবিতে ঊর্বিশকে হাঁটু মুড়ে বসে সিনির আঙুলে আংটি পরাতে দেখা যায়। চতুর্থ ছবিতে আবার তাঁদের নাচ করতে দেখা যায়। তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
View this post on Instagram
শুভেচ্ছাবার্তায় অনেক অনুরাগী আবার তাঁকে সিনির বদলে চৈতালি নামেও অভিহিত করেন। জনপ্রিয় ধারাবাহিক 'বা বহু অউর বেবি'র 'চৈতালি কি শাদি হো গই', এই মন্তব্যও করেন অনেকে। শিশুশিল্পী হিসেবে সিনি খারা জনপ্রিয়তা লাভ করে। ধারাবাহিক 'বা বহু অউর বেবি' ছাড়াও তাঁকে 'দিল মিল গয়ে', 'জিন্দেগি খট্টি মিঠি' ধারাবাহিকেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Gauri Khan FIR : শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের
ফিল্ম জগতের কথা যদি বলা হয়, তাহলে, 'পরিণীতা', 'সিয়াসত দ্য পলিটিকস', 'হরি পুত্তর', 'পাঠশালা' ছবিতে তাঁকে দেখা যায়। অমিতাভ বচ্চন ও তব্বু অভিনীত 'চিনি কম' ছবিতে ক্যান্সার আক্রান্ত শিশুর চরিত্রে তাঁর অভিনয় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। সিনিকে শেষ দেখা গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে যুবতী জয়ন্তীর চরিত্রে।