Gauri Khan FIR : শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের
শাহরুখ পত্নীর বিরুদ্ধে এফআইআর
লখনউ: বিশ্বাসভঙ্গের (criminal breach of trust) অভিযোগে এফআইআর (FIR) দায়ের হল শাহরুখ খানের স্ত্রী, ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের (Gauri Khan) বিরুদ্ধে। বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অপর দুইজন হলেন 'তুলসিয়ানি গ্রুপ'-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানি।
গৌরী খানের বিরুদ্ধে FIR দায়ের
গৌরী খান ও দুই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের বাসিন্দা কীরিট জসওয়ান্ত শাহ। তাঁর অভিযোগ ২০১৫ সালে 'তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন গৌরী খান। তিনি FIR-এ উল্লেখ করেছেন, 'ওই বছরই আমি সংস্থার সুশান্ত গল্ফ সিটির অফিসে যাই এবং সংস্থার ডিরেক্টরের সঙ্গে দেখা করি এবং ৮৬ লক্ষ টাকার একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিই।'
শাহের অভিযোগ, 'আমাকে বলা হয়েছিল যে ২০১৬ সালে ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে দেওয়া হবে। সেই থেকে অনেকটা সময় কেটে গেছে এবং আমি এখনও ফ্ল্যাট পাইনি। পরে, বুঝতে পারছি যে ফ্ল্যাট আমার কেনার কথা ছিল তার চুক্তিপত্র অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকেই।'
গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারার (বিশ্বাসভঙ্গের অভিযোগ) অধীনে FIR দায়ের করা হয়েছে। অভিযোগে মুম্বইয়ের বাসিন্দা কীরিট জসওয়ান্ত শাহ দাবি করেছেন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খানকে দেখে অনুপ্রাণিত হয়েই ফ্ল্যাট কেনেন ওই সংস্থা মারফত।
আরও পড়ুন: Naatu Naatu: 'নাটু নাটু'-তে অস্কার মঞ্চ মাতাতে চান রাম চরণ?
কিং খান মাঝেমাঝেই ট্যুইটারে হাজির হন তাঁর অনুরাগীদের সঙ্গে 'আস্ক এসআরকে' পর্ব নিয়ে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে-তেও নিজের ফ্যানেদের জন্য সময় বের করেছিলেন কিং খান। সেখানেই একজন প্রশ্ন করেন, 'গৌরী ম্যামকে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম কী উপহার দিয়েছিলেন?' এর উত্তরেই জানা যায় এক বিশেষ উপহারের কথা। ভালবেসেছিলেন যাঁকে, তাঁর হাতই শক্ত করে ধরে রয়েছেন আজও। শাহরুখ খানের সঙ্গে ওতপ্রোতভাবে নাম জড়িয়ে আছে গৌরী খানের। স্ত্রীকে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে কী উপহার দিয়েছিলেন কিং খান, জানেন? এই প্রশ্ন শাহরুখকে যখন করা হয় তখন তিনি বলেছিলেন, 'যদি আমি সঠিকভাবে মনে করতে পারি, এখন প্রায় ৩৪ বছর হয়ে গেছে না? - এক জোড়া গোলাপী প্লাস্টিকের দুল দিয়েছিলাম মনে হয়।'
শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি কোনও বলিউড ছবির গল্পের থেকে কম নয়। দিল্লিতে খুব অল্প বয়সেই আলাপ হয়েছিল তাঁদের। তখন কে ভেবেছিল যে একদিন এই শাহরুখ খানই বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে উঠবেন! বাগদানের ৬ বছর পর ১৯৯১ সালে বিয়ে সারেন তাঁরা।