(Source: ECI/ABP News/ABP Majha)
কংগ্রেস শাসিত রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ‘ছপাক’ করমুক্ত
কমলনাথ ও ভূপেশ বাঘেলের সরকার দীপিকার এই ছবিকে করমুক্ত করার ঘোষণা করেছে।
নয়াদিল্লি: ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসে অভিনীত ছবি ‘ছপাক’। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের ওপর চিত্রিত এই ছবির পরিচালক মেঘনা গুলজার। ‘ছপাক’-এর মিউজিক করেছেন শঙ্কর-এহসান-লয়। প্রযোজনা করেছেন পরিচালক মেঘনা এবং অভিনেত্রী দীপিকা নিজে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে দীপিকার জেএনইউ-তে যাওয়ার পর এই ছবি বয়কট করার জন্যও প্রচার চালায় গেরুয়া শিবির। এই আবহেই ছবি মুক্তির আগের দিন টিম ‘ছপাক’ এর জন্য খুশির খবর বয়ে নিয়ে এল দুই কংগ্রেস শাসিত রাজ্য। কমলনাথ ও ভূপেশ বাঘেলের সরকার দীপিকার এই ছবিকে করমুক্ত করার ঘোষণা করেছে। যার ফলে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই ছবির জন্য থাকছে বিশেষ কর ছাড়।
दीपिका पादुकोण अभिनीत ऐसिड अटैक सर्वाइवर पर बनी फ़िल्म “ छपाक “ जो 10 जनवरी को देश भर के सिनेमाघरों में रिलीज़ हो रही है , को मध्यप्रदेश में टैक्स फ़्री करने की घोषणा करता हूँ। 1/2
— Office Of Kamal Nath (@OfficeOfKNath) January 9, 2020
আজ কমলনাথ ট্যুইট করে জানান, এই ছবিটি একজন অ্যাসিড আক্রান্ত মহিলার লড়াইয়ের ওপর নির্মিত। এই ছবি একই সঙ্গে আত্মবিশ্বাস, সংগ্রাম, আশা এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার কথাও বলে। দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি করমুক্ত করার ঘোষণা করছি আমি।
একই রকমভাবে ট্যুইট করে ছত্তিশগড়ে এই ছবি করমুক্ত করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।
समाज में महिलाओं के ऊपर तेजाब से हमले करने जैसे जघन्य अपराध को दर्शाती एवं हमारे समाज को जागरूक करती हिंदी फिल्म "छपाक" को सरकार ने छत्तीसगढ़ प्रदेश में टैक्स फ्री करने का निर्णय लिया है।
आप सब भी सपरिवार जाएं, स्वयं जागरूक बनें और समाज को जागरूक करें। — Bhupesh Baghel (@bhupeshbaghel) January 9, 2020