'Gadar 2': 'গদর ২' দেখে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান দিতেই বেধড়ক মার! বন্ধুদের হাতেই প্রাণ গেল যুবকের
Crime News: পুলিশ সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গদর ২' ফোনে দেখে যখন 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়ে ওঠেন মলকিত, বন্ধুরা ভাবেন যে তাঁদের উত্যক্ত করার জন্য ইচ্ছাকৃত স্লোগান দিয়েছেন তিনি।
নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের ভিলাইয়ে (Bhilai) মর্মান্তিক ঘটনা। মলকিত সিংহ ওরফে ভীরু নামের এক ৩০ বছর বয়সী যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। ১৫ সেপ্টেম্বরের ঘটনা। শোনা যাচ্ছে 'গদর ২' (Gadar 2) দেখে 'হিন্দুস্তান জিন্দাবাদ' (Hindustan Zindabad) স্লোগান তুলেছিলেন তিনি, তাতেই নাকি ক্ষিপ্ত হয়ে যান তাঁর বন্ধুরা।
'গদর ২' দেখে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান, বন্ধুদের হাতে প্রাণ গেল যুবকের!
মোবাইল ফোনে দেখেছিলেন 'গদর ২'। তার থেকেই 'অনুপ্রাণিত' হয়ে 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছিলেন ভীরু। অভিযোগ তাঁর বন্ধুরাই তাঁকে বেধড়ক মারধর করেন, এতই বাজে ভাবে মারধর করা হয় যে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই মৃত যুবকের বন্ধু। চার জনের নাম, তাসাব্বুর, ফৈজল, শুভম লাহারে ও তরুণ নিশাদ বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে একজন পলাতক বলে জানিয়েছে পুলিশ। মৃত যুবকের বাবা খুরসিপর গুরুদ্বারের প্রধান।
এই ঘটনার পর যুবকের পরিবারের লোকজন, আত্মীয়স্বজন এমনকী স্থানীয় শিখ সম্প্রদায়ের সকল সদস্য খুরসিপর পুলিশ স্টেশনে পৌঁছন। অভিযোগ, তাঁরা নাকি প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁরা ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মলকিতের স্ত্রীয়ের জন্য সরকারি চাকরিরও দাবি করেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত হিট ছবি 'গদর ২' ফোনে দেখতে দেখতে যখন 'হিন্দুস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়ে ওঠেন মলকিত, তাঁর বন্ধুরা ভাবেন যে তাঁদের উত্যক্ত করার জন্য ইচ্ছাকৃত স্লোগান দিয়েছেন তিনি। এরপর তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করেন বন্ধুরা, অভিযোগ এমনই। এরপর তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর রাইপুরের রামকৃষ্ণ কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা সম্ভব হয়নি। চারজন অভিযুক্তকে গ্রেফতার করার পর পঞ্চম জনের খোঁজে রয়েছে পুলিশ, এমনই জানিয়েছেন এক সিনিয়র আধিকারিক।
প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত ব্লকবাস্টার ছবি 'গদর: এক প্রেম কথা'। অভিনয় করেছিলেন সানি দেওল ও আমিশা পটেল। সেই ছবির ২২ বছর পর সিক্যুয়েল মুক্তি পেয়েছে, 'গদর ২'। প্রথম ছবির মতোই, বা তার থেকেও বেশিই সাফল্য লাভ করেছে ছবিটি। এই ছবির চরিত্র তারা সিংহের মুখের বিখ্যাত সংলাপের অংশ 'হিন্দুস্তান জিন্দাবাদ'। সেই সংলাপই যে এত বড় সর্বনাশ ডেকে আনবে, তা কেউই ভাবেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন