Chitrangada Birthday: লাল পোশাকে 'ষোড়শী' চিত্রাঙ্গদা, কেমন কাটল জন্মদিন?
Chitrangada Birthday Photos: সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন চিত্রাঙ্গদা। অভিনেত্রী লিখছেন, 'চিরকাল ষোড়শী থাকা দারুণ অভিজ্ঞতা। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ'

কলকাতা: ষোলোয় পা দিলেন চিত্রাঙ্গদা শতরুপা (Chitrangada Satarupa)? লাল পোশাকে তন্বী শতরুপা যেন ষোড়শীই। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন নায়িকা। জন্মদিনে তাঁকে ঘিরে রইল বন্ধু আর পরিবার। দিদির জন্মদিনে তাঁকে উপহারে আদরে সাজিয়ে দিলেন বোন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
আরও পড়ুন: Shamshera on Amazon Prime: এবার ওটিটিতে 'শামশেরা', কোথায় দেখা যাবে রণবীর কপূরের ছবি?
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন চিত্রাঙ্গদা। অভিনেত্রী লিখছেন, 'চিরকাল ষোড়শী থাকা দারুণ অভিজ্ঞতা। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আমি সত্যিই অভিভূত। প্রত্যেক জন্মদিন যেন আমায় মনে করিয়ে দেয় শিশুর জন্যই উজ্জ্বল আর চঞ্চল থাকতে। আমার ভিতরে থাকা শিশুটা আমায় বলে, আমি পৃথিবীর সবচেয়ে মানুষদের মধ্যে রয়েছি, ভালোবাসায় জড়িয়ে রয়েছি। প্রত্যেক বছর জীবন আরও স্বচ্ছ আর সুন্দর হোক। প্রত্যেক বছর জন্মদিনে সেই একই মানুষ, একই চেনা হাসি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। আমার ভালো লাগে প্রত্য়েক বছর একই মুখ দেখতে। আশা করি প্রত্যেক বছর আমি এই মানুষদেরই পাব। আমি প্রত্যেককে ভালোবাসি। আমার কাছে প্রত্যেকের ছবি নেই।
সদ্য আইনি বিবাহ সেরেছেন চিত্রাঙ্গদা। ডিসেম্বর মাসে বিয়ে হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় বিয়ে। করোনা আক্রান্ত হয়েছিলেন খোদ চিত্রাঙ্গদাই। বাধ্য হয়েই পিছিয়ে দিতে হয় বিয়ে। সামাজিক বিয়ে অবশ্য হবে শীতকালেই। তবে গরমে কিছুটা বাধ্য হয়েই আইনত বিয়ে সেরেছেন এই জুটি। কনের সাজ সাজতে চিত্রাঙ্গদার অবশ্য এখনও দেরি রয়েছে।
View this post on Instagram






















