Chitrangda Singh on Vikrant: বিক্রান্তকে হিরো নয়, অন্য় এক ভূমিকার দেখতে চান চিত্রাঙ্গদা
Chitrangda Singh on Vikrant: আগামীকালই মুক্তি পেতে চলেছে 'গ্য়াসলাইট'।
![Chitrangda Singh on Vikrant: বিক্রান্তকে হিরো নয়, অন্য় এক ভূমিকার দেখতে চান চিত্রাঙ্গদা Chitrangda Singh Wants Gaslight Co-Star Vikrant Massey To Do Bad Guy Roles. Know Why Chitrangda Singh on Vikrant: বিক্রান্তকে হিরো নয়, অন্য় এক ভূমিকার দেখতে চান চিত্রাঙ্গদা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/8858154fd6c142495d8bcf993ec93eca168014894199047_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মুক্তি পেতে চলেছে বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত ছবি 'গ্য়াসলাইট'। আর এবার সহকর্মী বিক্রান্ত মেসির উদ্দেশ্য় বিশেষ বার্তা দিলেন চিত্রাঙ্গদা।
সম্প্রতি, চিত্রাঙ্গদা জানান, বিক্রান্ত মেসি অভিনয়ের ক্ষেত্রে বারবার ছক ভেঙেছেন। তবে তাঁর ভাল ছেলের চরিত্র থেকে বেরিয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করা উচিত। কারণ এখানে তিনি নিজেকে আরও ভাল করে এক্সপ্লোর করতে পারবেন, এবং দর্শকও খুব পছন্দ করতে তাঁকে এই ভূমিকায় দেখতে।
প্রসঙ্গত, কিছুদিন আগে বিক্রান্ত মেসি (Vikrant Messey) ও সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh)। তিনি জানিয়েছিলেন, সারা এবং বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দুজনেই বলিউডে প্রচুর কাজ করেছেন এবং এই ছবির কাস্টিং-এ তাঁরা দুজনেই যথাযথ'।
আরও পড়ুন...
কেন প্রিয়ঙ্কাকে নিয়ে প্রশ্ন এড়ালেন কঙ্গনা?
কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল এই ছবি নিয়ে এক নতুন তথ্য়। জানা গেছিল, মাত্র ৩৬ দিনে শ্য়ুট করা হয়েছে এই ছবি।পরিচালক পবন কৃপালিনি জানিয়েছিলেন, "এটা সত্য যে আমি ৩৬ দিনে 'গ্যাসলাইট'-এর শুটিং করেছি। পাশাপাশি এটাও সত্য়ি যে আমি নিয়ন্ত্রিত বাজেট এবং কঠোর শিডিউলের মধ্যে ছবির শ্য়ুটিং করতে পারি। সঠিক ভাবে প্রস্তুতি নিলে এভাবে শ্য়ুটিং করা সম্ভব।"
তিনি আরও জানান, 'আমি সারা আলি খান, বিক্রান্ত ম্যাসি এবং চিত্রাঙ্গদা সিং-এর সঙ্গে এক মাস ধরে ওয়ার্কশপ করেছি, এবং তাঁরা প্রত্য়েকেই দুর্দান্ত কাজ করেছে।'
প্রসঙ্গত, এই ছবির দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে ছিল রোমাঞ্চের গন্ধ । বাবার খুঁজতে গিয়ে রহস্য়ের সন্ধান পায় সারা আলি খান (Sara Ali Khan), এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে এই গল্প? সেটা জানতে আপতত অপেক্ষা করতে হবে ৩১শে মার্চ পর্যন্ত। তবে ট্রেলার মুক্তির পরই এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)