Tollywood: 'সিনেবাপ' মৃণ্ময় এবার বাণিজ্যিক সিনেমায়, আসছে রজতাভ-কাঞ্চনার নতুন ছবি 'খাঁচা'
Cinebap Mrinmoy Das: এই ছবির পরিচালনায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। প্রযোজনায় স্বভূমী এন্টারটেনমেন্ট ও ডঃ প্রবীর ভৌমিক
কলকাতা: 'সিনেবাপ' মৃণ্ময় দাস এবার বাণিজ্যিক ছবিতে। আসছে চলেছে নতুন ছবি 'খাঁচা'। আর সেই ছবিতেই মুখ্যভূমিকায় দেখা যাবে মৃণ্ময়কে। স্বভূমী এন্টারটেনমেন্ট ও ডঃ প্রবীর ভৌমিক এর আগে 'ও অভাগী'-র মতো ছবির প্রযোজনা করেছেন। দর্শকদের মধ্যে প্রশংসিতও হয়েছে সেই ছবি। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। আর এবার সেই প্রযোজনা সংস্থাই নিয়ে আসছে নতুন ছবি 'খাঁচা'।
এই ছবির পরিচালনায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। প্রযোজনায় স্বভূমী এন্টারটেনমেন্ট ও ডঃ প্রবীর ভৌমিক। সহপ্রযোজনায় 'সিনেবাপ' এন্টারটেনমেন্ট। এই গল্প টিয়াবন বলে একটি গ্রামের। হতদরিদ্র টিয়াবন গ্রাম আপাতভাবে শান্ত বলেই মনে হয়। কিন্তু সেই গ্রামে চলে একটা বিশাল নারী পাচার চক্র। গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে এক বিরাট নারী পাচার চক্র চালায় বিশ্বম্ভর বিশ্বাস ওরফে মামা এবং তার প্রথম স্ত্রী মীনাক্ষী দেবী ওরফে মামী।
কমলেশ ওই গ্রামেরই ছেলে। ছোটবেলায় তার দিদিকে মামী এবং তার দলবল তুলে নিয়ে গিয়েছিল তার সামনেই। কিন্তু সে তখন কিছুই করতে পারেনি। তার মা পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোন অভিযোগ জমাই নেয় না। উল্টে কে বা কারা তার মা'কেই পৃথিবী থেকে সরিয়ে দেয়। দিদিকে সে আজও খুঁজে পায়নি। তার লড়াই চলছে মামার বিরুদ্ধে, মামীর বিরুদ্ধে, সে সব অসাধু মানুষগুলোর বিরুদ্ধে, যারা এই সমাজকে কলুষিত করেছে, যারা গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের মেয়ে বউদের পাচার করে দিচ্ছে।
গোটা গল্পে যেমন রয়েছে মন ছোঁয়া গল্প, তেমনই রয়েছে জমাটি অ্যাকশন। সব মিলিয়ে পরিচালক প্রযোজকের দাবি, এই ছবি একেবারে একটা এন্টারটেমন্ট প্য়াকেজ হতে চলেছে। এই ছবিতে সবকিছুই রয়েছে। পাশাপাশি অবশ্যই এই ছবির আকর্ষণ মৃণ্ময়। সোশ্যাল মিডিয়ায় তাঁর যথেষ্ট অনুরাগী রয়েছে। সেই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখকে দর্শকেরা এবার নায়ক হিসেবে বড়পর্দায় দেখতে আসেন কি না সেটাই এখন দেখার।
এই ছবিতে মামা-র ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। মীরকে দেখা যাবে মাহাতো-র ভূমিকায়। কাঞ্চনা মৈত্রকে দেখা যাবে মামীর ভূমিকায়। এছাড়াও রয়েছে প্রত্যুষা পাল, অনিন্দ্য বন্দোপাধ্যায়, সোনালী চৌধুরী, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অরুণাভ দত্ত ও কমেলেশের চরিত্রে দেখা যাবে 'সিনেবাপ' মৃণ্ময়কে।
আরও পড়ুন: New Web Series: সোশ্যাল মিডিয়ায় 'ফলোয়ার্স' বাড়াতে গিয়ে বিপদের মুখে নায়িকা! তারপর?