Rashid Khan Demise:শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়া থেকে বলিউডের ছবির গান, সুরের সঙ্গে আন্তরিক সম্পর্কই তাঁর কাছে শেষ কথা...
Music Maestro Passes Away:ছকের বাইরে সেই আনাগোনা থামল এবার। তবে রয়ে গেল এক আকাশভরা গান...শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড হয়ে রবীন্দ্রসঙ্গীত---সর্বত্রই যার অবাধ আনাগোনা।
কলকাতা: বৃষ্টির দিনে জানলার পাশে বসে কখনও আপন মনে দু-কলি গুনগুন করে উঠতে ইচ্ছা হয়? হলে, কোন কোন গানের কথা মনে পড়বে? 'আওগে জব তুম সাঁজনা' গানটির কথা ভাবলে অনেকের চোখের সামনেই হয়তো এমন একটি দৃশ্যকল্প ভেসে উঠবে। এ গান গুনগুন করতে গিয়ে বৃষ্টির জল আর চোখের জল যে কখন এক হয়ে যায়, হয়তো খেয়াল থাকে না। 'জব উই মেট' ছবির এই গান গেয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 'সমঝদার'দের থেকে বৃহত্তর শ্রোতার কাছে পৌঁছে গিয়েছিলেন যিনি, সেই উস্তাদ রাশিদ খানের (Ustad Rashid Khan And Bollywood Connection) সঙ্গে বলিউডের যোগাযোগ কিন্তু এখানেই থেমে ছিল না। সেই ইতিহাস হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আজ ভারতীয় সঙ্গীতজগতের এই মহীরুহের প্রয়াণের সঙ্গে সেই স্মৃতির সরণি নাড়াচাড়া করে দেখেছেন অনেকেই।
'আওগে জব তুম সাঁজনা'...
২০০৭ সালে ইমতিয়াজ আলি পরিচালিত 'জব উই মেট' ছবির জন্য 'আওগে জব তুম সাঁজনা' গানটি করেছিলেন উস্তাদ রাশিদ খান। শুনে চমকে উঠেছিল আপামর ভারত। কী যেন আছে এ গানের মধ্যে, কোথায় যেন ছুঁয়ে যায়---বোঝার চেষ্টা করেন শ্রোতারা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের দিকপাল, উস্তাদ রাশিদ খান এই গান করেছেন? শুনে অনেকেই চমকে যান। কিন্তু যিনি একমাত্র সুরের সঙ্গেই আন্তরিক সম্পর্ক রেখে চলেন, তিনি বলিউড ও শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ফারাক করবেন কেন? বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক এখানেই থেমে থাকেনি।
'পুরে সে জরা সা'...
শাহিদ ও সোনম কপূর অভিনীত 'মৌসম' ছবির 'পুরে সে জরা সা' গানটি মনে আছে? স্নিগ্ধ- সুন্দর এই কম্পোজিশনে যেন প্রাণ দিয়েছিলেন ভারতীয় সঙ্গীত জগতের সদ্যপ্রয়াত নক্ষত্র। আজও এই গান মন ভরিয়ে দেয়।
'ভোর ভয়োঁ'...
২০০৯ সালে মুক্তি পাওয়া 'মর্নিং ওয়াক' ছবিটির জন্য এই গান শোনা গিয়েছিল তাঁরই কণ্ঠে। ছবিটি ফ্লপ করলেও উস্তাদ রাশিদ খান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া এই গান ভীষণ জনপ্রিয় হয়েছিল।
'আল্লা হি রহেম'...
'মাই নেম ইজ খান' ছবির কথা আমাদের অনেকেরই হয়তো মনে রয়েছে। সেখান 'আল্লা হি রহেম' গানটির কথাও হয়তো অনেকেই পছন্দ করে থাকবেন। শঙ্কর-এহসান-লয়ের কম্পোজ করা এই গানটিও গেয়েছিলেন উস্তাদ রাশিদ খান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা নক্ষত্রের বলিউডি-সঙ্গীতের দুনিয়াতেও যে কতটা সাবলীল বিচরণ ছিল, সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে একাধিক বার। এখানেই শেষ নয়। 'আই রি মাই রে' গানটি যাঁরা শুনেছেন, তাঁদেরও মনে থাকবে কী মর্মস্পর্শী ছিল তাঁর গায়কী। ২০১৮ সালে নীল নীতীন মুকেশ অভিনীত অ্যাকশন থ্রিলার 'দসেরা' ছবিটির জন্য এই গান করেছিলেন উস্তাদ রাশিদ খান। বার বার বলিউডের একাধিক ছবির গানে তাঁর গলা শুনে মোহিত হয়েছেন শ্রোতারা। জানতে ও বুঝতে চেয়েছেন, কী রয়েছেন এই গানে? এমন ভাবেও গানের মধ্যে আর্তি ফুটিয়ে তোলা যায়?
গান মানে যে শুধুই সুর-তাল-লয়ের সঙ্গে আত্মিক সম্পর্ক, সে কথা প্রথাগত ছকের বাইরে গিয়ে বার বার বুঝিয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই দিকপাল। তাঁর গলায় রবি ঠাকুরের 'রাখো রাখো রে জীবনে' যে ভাবে শোনা গিয়েছিল, তাতেও মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্র-ভক্তরা।
ছকের বাইরে সেই আনাগোনা থামল এবার। তবে রয়ে গেল এক আকাশভরা গান...শাস্ত্রীয় সঙ্গীত থেকে বলিউড হয়ে রবীন্দ্রসঙ্গীত---সর্বত্রই যার অবাধ আনাগোনা।
আরও পড়ুন:বাংলাকে ভালবেসে আর ফেরা হয়নি ‘দেশের’ বাড়িতে, কাল কলকাতায় শেষকৃত্য উস্তাদ রাশিদ খানের