এক্সপ্লোর
Advertisement
'কর্জ ছবি গল্পের মতো তুমি আবার জীবনে ফিরে এসো' ঋষির গান পোস্ট করে ফের আবগপ্রবণ লতা
'খুব মনে পড়ছে তোমাকে, কর্জ ছবি গল্পের মতো ফিরে এসো' ফের আবেগপ্রবন পোস্ট লতা মঙ্গেশকরের। গত ৩০ এপ্রিল সকালে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ঋষি কপূরের। তাঁর প্রয়াণে শোকাহত বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত তারকারা।
মুম্বই: 'খুব মনে পড়ছে তোমাকে, কর্জ ছবি গল্পের মতো ফিরে এসো' ফের আবেগপ্রবন পোস্ট লতা মঙ্গেশকরের। গত ৩০ এপ্রিল সকালে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ঋষি কপূরের। তাঁর প্রয়াণে শোকাহত বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত তারকারা। তাঁর মৃত্যুর দিনই ঋষির ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন লতা। আজ আবার তাঁর চলচ্চিত্রের ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ কিংবদন্তি গায়িকা।
'ওম শান্তি ওম' থেকে 'কর্জ', রুপোলি পর্দায় মৃত্যুর পরেও বারবার ফিরে এসেছে ঋষি কপূরের চরিত্র। 'কর্জ' ছবির গানের ভিডিও পোস্ট করে লতা লেখেন, 'তোমাকে ভীষণ মনে পড়ছে, চিরকাল মনে পড়বে। এটা ভাবা হয়তো পাগলামি কিন্তু কর্জ ছবির গল্পের মতো তুমি মৃত্যুর পরেও আবার নিজের জীবনে ফিরে এসো।'
এর আগে ঋষির ছোট্টবেলার ছবি শেয়ার করে তামাম অনুরাগীদের আরও বেশি আবেগপ্রবণ করে তুলেছিলেন সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম গায়িকা।
লেখেন, 'কয়েকদিন আগেই এই ছবিটি আমায় পাঠিয়েছিল ঋষি। তাঁর পাঠানো এটাই শেষ ছবি । আজ সেই দিন, সেই কথা, সব মনে পড়ে যাচ্ছে।' ঋষি কাপূরের প্রয়াণে পুরোনো দিনে ফিরে গিয়েছেন লতা। বহু পুরোনো একটি ছবি শেয়ার করে শেষ বারের জন্য শ্রদ্ধা জানিয়েছিলেন অভিনেতাকে। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, লতার কোলে ছোট্ট ঋষি। 'ছয় মাস বয়স থেকে ঋষিকে চিনি', বলেছিলেন বিহ্বল লতা।
ঋষি চলে গেলেও, লতার মনে বারবার ফিরে আসছে ঋষি কপূরের স্মৃতি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement