Kapil Sharma: ডেলিভারি বয়দের জন্য 'জ্যুইগাটো'র বিশেষ স্ক্রিনিং, মুহূর্ত ভাগ করলেন কপিল শর্মা
'Zwigato' Special Screening: এই গল্পের মাধ্যমে পরিচালক বেকারত্ব, দারিদ্রের মতো বেশ কিছু সামাজিক বাস্তব সমস্যাকে সূক্ষ্মভাবে স্পর্শ করেছেন। এছাড়া এই ছবি ভুবনেশ্বর শহরের স্থানীয় জীবনের একটি আভাস দেয়।
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে কপিল শর্মা (Kapil Sharma) অভিনীত 'জ্যুইগাটো' (Zwigato) যেখানে ডেলিভারি বয়ের (Delivery Boy) চরিত্রে দেখা গেছে তাঁকে। মুম্বইয়ে সম্প্রতি এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের (Special Screening) আয়োজন করা হয়। সেই স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন বাস্তব জীবনের ডেলিভারি বয়রা। তাঁদের থেকে ভালবাসা ও সমর্থন পেয়ে অভিভূত তিনি। সিনেমা দেখা শেষ করে সেলফি তুলে ফ্রেমবন্দি করলেন মুহূর্ত।
ডেলিভারি বয়দের সঙ্গে 'জ্যুইগাটো' দেখলেন কপিল শর্মা
দিন দুই আগে মুম্বইয়ে হয়ে যাওয়া স্পেশাল স্ক্রিনিংয়ের একটি ভিডিও পোস্ট করেন কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, 'যে মানুষগুলো প্রত্যেকদিন বাড়ি বাড়ি আনন্দ পৌঁছে দিচ্ছে তাঁদের জন্য বিশেষ স্ক্রিনিং।' সম্প্রতি পিভিআর ও আইনক্সের পক্ষ থেকে মুম্বই ও দিল্লিতে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ডেলিভারি বয়দের জন্য।
নন্দিতা দাস পরিচালিত 'জ্যুইগাটো'তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কপিল শর্মা, সাহানা গোস্বামী। সঙ্গে ছিলেন তুষার আচার্য, সায়নী গুপ্তা ও আরও অনেকে। ছবির গল্প তৈরি হয়েছে মানসকে কেন্দ্র করে। করোনা অতিমারীর কারণে যাঁর চাকরি চলে যায়, এবং বাধ্য হয়ে সে খাবার ডেলিভারির কাজ শুরু করে।
View this post on Instagram
এই গল্পের মাধ্যমে পরিচালক বেকারত্ব, দারিদ্রের মতো বেশ কিছু সামাজিক বাস্তব সমস্যাকে সূক্ষ্মভাবে স্পর্শ করেছেন। এছাড়া এই ছবি ভুবনেশ্বর শহরের স্থানীয় জীবনের একটি আভাস দেয়।
আরও পড়ুন: Jr. NTR: 'সিনেমা করাই ছেড়ে দেব', জুনিয়র এনটিআরের কথায় হতবাক অনুরাগীরা
নিম্ন মধ্যবিত্ত সমাজের প্রতিদিনের লড়াই দেখতে পাওয়া গিয়েছে এ ছবির ট্রেলরে। তবে অসহায়তার মুখোমুখি হয়েছে বলেই যে শ্রমিক হওয়া, এমন একটি মেসেজ ছবিতে 'মজবুর তাই মজদুর' বলে দেখানো হয়েছে। জীবনের বিপজ্জনক পরিস্থিতি বা পরিবারের আর্থিক ক্রাইসিসেই অনেকে বাধ্য হয়ে এই সংগ্রাম বেছে নিয়েছে। এবং এর মধ্যে মহিলা ফুড ডেলিভারি কর্মীদের জীবন সংগ্রামের দৃশ্য চোখে পড়ে প্রোমো ভিডিওগুলিতে। 'জ্যুইগাটো' ছবির অনেক চড়াই উতরাইয়ের দৃশ্য রয়েছে ট্রেলারে। যেখানে দেখানো হয়েছে, একদিন আচমকাই ডেলিভারি বয়ের রেটিং নেমে গিয়েছে। যার কারণ জানার জন্য সে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও এই ঘটনায় পাত্তা দিতে খুব একটা উৎসাহী নয় ম্যানেজমেন্ট। তাহলে এরপর কীভাবে বাঁচবে ছবির ডেলিভারি বয়, আর এই প্রশ্ন জিইয়ে রেখেই কপিল শর্মাকে অন্যভাবে দেখিয়েছেন নন্দিতা দাস।