এক্সপ্লোর
২০২১-এ মা হবেন! টিভি অনুষ্ঠানেই 'প্রমিস' করলেন কমেডিয়ান ভারতী!
ভারতী বলেন, হর্ষের মা তাঁকে ছেলের দায়িত্ব দিয়েছেন। বলেছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন তার সব চাওয়া পূর্ণ করেন ভারতী।

মুম্বই: ভারতী সিংহ মানেই টেলিস্ক্রিনে হাসির রোল। অনুরাগীদের কাছে তিনি ছোটপর্দার কমেডি কুইন। বর্তমানে তিনি স্বামী হর্ষের সঙ্গেই একটি টেলি-শো সঞ্চালনা করছেন। কিছুদিন আগেই ভারতী তাঁর শোয়েই দর্শকদের সঙ্গে একটি খুশির খবর শেয়ার করেন। আগামী বছরেই তিনি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।
এদিন অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। সকলের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন ভারতী।
সেদিনের পর্বটিই ছিল রোম্যান্টিক স্পেশ্যাল। ভারতী ও হর্ষ রোম্যান্টিক একটি গানের সঙ্গে পারফর্ম করেন।
ভারতী বলেন, হর্ষের মা তাঁকে ছেলের দায়িত্ব দিয়েছেন। বলেছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন তার সব চাওয়া পূর্ণ করেন ভারতী। সেই মতো সব সামলান তিনি। অর্থাৎ একই সঙ্গে মা ও স্ত্রীয়ের দায়িত্ব পালন করেন তিনি।
তারপরই ভারতী একটি বাচ্চা-পুতুল হাতে নিয়ে বলেন, হতে পারে আজকে আমার কোলে নকল বাচ্চা, কিন্তু ২০২১ এ আমার হাতে সত্যিকারের বাচ্চাই থাকবে।
সেই সঙ্গে ভারতী জানালেন, তাঁর কাছে প্রেম মানেই হর্ষ। তাঁর মধ্যেই ঈশ্বর দর্শন করেন। সকলকে অনুরোধ করেন, প্রার্থনা করুন, প্রথম সন্তান যেন মেয়েই হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
