এক্সপ্লোর
বাঘা তারকাদের হারিয়ে বিগ বস-১০ জিতে নিলেন আম আদমি মনবীর গুর্জার

মুম্বই: বিগ বিস-১০ এর বিজেতার মুকুট উঠল আম আদমির মাথায়। তারকা প্রতিযোগী ভি.জে বাণী, বিউটি কুইন লোপামুদ্রা রাউতকে হারিয়ে এই সিজনের জয়ের মুকুট উঠল নয়ডার মনবীর গুর্জারের মাথায়। জনপ্রিয় এই শোয়ের ফার্স্ট রানার আপ হয়েছেন বাণী এবং লোপা জিতে নিয়েছেন দ্বিতীয় রানার আপের মুকুটটি। সলমন খানের এই শোয়ের চতুর্থ প্রতিযোগী ছিলেন বিগ বস হাউসে মনবীরের ঘনিষ্ঠ বন্ধু মনু পঞ্জাবি। তাঁকে বিগ বস হাউসের তরফে প্রস্তাব দেওয়া হয় দশ লক্ষ টাকা নিয়ে প্রতিযোগিতা থেকে সরে যেতে। সেই প্রস্তাব মেনে সরে দাঁড়ান মনু। এই প্রতিযোগিতা জেতার পর মনবীরের প্রতিক্রিয়া, এই জয়ে আমি ভীষণই খুশি। সৎ থেকে নিজের লড়াইটা চালিয়ে যেতে পারার জন্যেই আজ তিনি জিতেছেন, এবং তিনি এতদিন পর্যন্ত যা করেছেন সব হৃদয় দিয়ে করেছেন, মন্তব্য মনবীরের। বাস্তবে মনবীর মাটির কাছাকাছি অত্যন্ত একজন সাধারণ মানুষ হলেও, তাঁর হৃদয়ের মহত্ব অনেক ধনীকেও লজ্জায় ফেলে দেবে। কারণ, বিগ বস টাইটেল ছাড়াও, মনবীর নগদ ৪০ লক্ষ টাকা জিতেছেন। সেই জেতা টাকার অর্ধেক মনবীরের বাবা সলমন খানের বিইং হিউম্যানের চ্যারিটি ফান্ডে দান করতে চেয়েছেন। তবে সাধারণ হয়েও মনবীরের এই জয় দর্শকদের অবাক করেনি। কারণ, গত তিনমাসে বিগ বস হাউসে থাকা, সেখানে থেকে প্রতিমুহূর্তে লড়াই চালিয়ে যাওয়া, মনবীরের স্বাভাবিকত্ব, সবকিছুই ছুঁয়ে গেছে দর্শক মনকে। আর নয়ডার এই আম আদমি শুধুমাত্র ছোট ও বড়পর্দার তারকাদের হারাননি, ফাইনালে সবচেয়ে বেশি ভোটও পেয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















