এক্সপ্লোর
অর্জুন রামপালের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের

মুম্বই: বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সুজয় ঘোষের ‘কহানি ২’ –র অভিনেতার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লির একটি পাঁচতারা হোটেলে নাইট পার্টিতে এই ঘটনা ঘটে। এক চিত্র সাংবাদিক অর্জুনের ছবি তুলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই চিত্রসাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে তা ছুঁড়ে দেন অভিনেতা। ওই ক্যামেরা গিয়ে লাগে দর্শকদের একজনের শরীরে। এরপর ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেন। তিনি বলেছেন, অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এফআইআর-ও দায়ের করা হয়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















