এক্সপ্লোর
বিগ বস ৯-এর সেটে মন্দিরে জুতো পায়ে: শাহরুখ, সলমনের বিরুদ্ধে আবেদনের ওপর রায় ৬-ই

নয়াদিল্লি: শাহরুখ খান, সলমন খানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ সংক্রান্ত মামলার রায় ঘোষণা পিছিয়ে দিল দিল্লির এক আদালত। ৬ জুন অর্থাত্, সোমবার রায় ঘোষণা হচ্ছে। গত ১ জুনও রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। অভিযোগ, রিয়েলিটি শো বিগ বস ৯-এর শ্যুটিংয়ের সেটে মন্দিরে জুতো পরে প্রবেশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন দুই বলিউড তারকা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, সেটে মন্দিরে একটি মূর্তি। সামনে জুতো পায়ে শাহরুখ-সলমন। পুলিশ অবশ্য তাদের অ্যাকশন টেকন রিপোর্টে (এটিআর) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, রিয়েলিটি শো-এর শ্যুটিংয়ের জন্য স্টুডিওতে মন্দিরের সেট বানানো হয়েছিল। সেখানে ঢুকে ধর্মীয় আবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না শাহরুখ, সলমনের। জনৈক গৌরব গুলাটি দুই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ (ধর্মীয় ভাবাবেগে জেনেশুনে পরিকল্পিত ভাবে আঘাত করার উদ্দেশ্যে কিছু করা), ২৯৮ (ধর্মীয় ভাবাবেগ ক্ষুন্ন করতে পারে, এমন শব্দ উচ্চারণ করা), ৩৪ অনুচ্ছেদে এফআইআর রুজু করার আবেদন করেন রূপনগর থানায়। তার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশেই এটিআর পেশ করে পুলিশ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















