Shah Rukh Khan: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে আইনি জটিলতায় শাহরুখ, অজয়, অক্ষয়! নোটিস পাঠাল আদালত
Shah Rukh Khan: পদ্ম পুরষ্কার পাওয়া ৩ তারকা কেন এমন একটি জিনিসের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকবেন, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে?
কলকাতা: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ও অজয় দেবগণ (Ajay Devgan)! কেন্দ্রের তরফ থেকে এলাহবাদ হাইকোর্ট থেকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলিউডের প্রথম সারির এই ৩ তারকাকে!
সূত্রের খবর, এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে। তামাকে বিজ্ঞাপনে এই ৩ তারকার যুক্ত থাকার বিরোধিতায় এই নোটিস ইস্যু করা হয়েছে। ডেপুটি সলিশিটর জেনারেল এসবি পাণ্ডে এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চকে জানিয়েছেন, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (Central Consumer Protection Authority) অক্টোবর মাসের ২০ তারিখে এই তিন তারকার তামাক বিক্রয়কারী সংস্থার সঙ্গে যোগাযোগ নিয়ে একটি পিটিশন দিয়েছিল।
তবে কেবল এলাহবাদ আদালত নয়, এই মামলা উঠেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মামলার আগামী শুনানির দিন আগামী বছর মে মাসের ৯ তারিখ। আইনজীবী মতিলাল যাদব (Motilal Yadav) এই বিষয়ে মামলা দায়ের করেছিলেন। তাঁর মামলার মর্ম ছিল, পদ্ম পুরষ্কার পাওয়া ৩ তারকা কেন এমন একটি জিনিসের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকবেন, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে? ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তামাকজাত দ্রব্য ও গুটখার বিজ্ঞাপন নিয়ে আদালতের তরফে একটি নির্দেশ জারি করা হয়েছিল। অভিযোগ, এই বিজ্ঞাপনে তা অমান্য করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের অগাস্ট মাসে এলাহাবাদ হাই কোর্টে একটি আবেদন জমা দেন উক্ত আইনজীবী।
তবে কেবলমাত্র নির্দেশ লঙ্ঘন নয়, শাহরুখ খান, অজয় দেবগণ বা অক্ষয় কুমারের মত জনপ্রিয় তারকারা যদি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেন, তাহলে তা সমাজের ওপর কুপ্রভাব বিস্তার করবে। গত অক্টোবর মাসে গোটা বিষয়টি সরকারকে জানান ওই আবেদনকারী আইনজীবী। অবমাননার আবেদনের শুনানির পরে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবকে নোটিস পাঠায় এলাহাবাদ হাইকোর্ট। এই মামলার আগামীদিন ধার্য করা হয়েছে আগামী বছর মে মাসে।
এই মামলার মর্মে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে ওই ৩ তারকাকে। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই বিজ্ঞাপনের জন্য সমালোচনার শিকার হয়েছেন শাহরুখ, অক্ষয় ও অজয়। তবে এবার আইনি জটিলতায় জড়ালেন এই তিন তারকা। এর আগে এই জনপ্রিয় পানমশলা গুটখা সংস্থার বিরুদ্ধে এর আগে মামলা করেছিলেন খোদ অমিতাভ বচ্চন। তাঁর অভিযোগ ছিল, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও তাঁর অভিনীত বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
আরও পড়ুন: Mithun Chakraborty: ডাকতেন 'মাটন' বলে, মিঠুন শ্যুটিং করলেই তাঁর জন্য রান্না করে আনতেন এক বিশেষ বন্ধু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।