এক্সপ্লোর
অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ খারিজ আদালতে
জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর-এ অভিযোগকারিনী জানিয়েছেন, ১৯৭১ এ জিতেন্দ্র তাঁকে শিমলায় একটি হোটেলে নিয়ে যান ও তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। তখন অভিযোগকারিণীর বয়স ১৮ আর জিতেন্দ্র ২৮।

শিমলা: অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ খারিজ করে দিল আদালত। গত বছর বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় যৌন নিগ্রহের অভিযোগ আনেন তাঁরই এক তুতো বোন। অপরাধ প্রমাণ হলে অভিনেতার ২ বছর পর্যন্ত জেল হতে পারত। কিন্তু সমস্ত সাক্ষী ও নথি খতিয়ে দেখে আদালত জিতেন্দ্রকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। বিচারক জানিয়েছেন, ওই এফআইআর সম্পূর্ণ ভিত্তিহীন, অষ্পষ্ট, অবান্তর। জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর-এ অভিযোগকারিনী জানিয়েছেন, ১৯৭১ এ জিতেন্দ্র তাঁকে শিমলায় একটি হোটেলে নিয়ে যান ও তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। তখন অভিযোগকারিণীর বয়স ১৮ আর জিতেন্দ্র ২৮। এই অভিযোগ উড়িয়ে দিয়ে জিতেন্দ্র আদালতে একটি পিটিশন জমা দেন। সেখানে তিনি বলেন, সম্প্রতি ওই মহিলার মেয়ে বালাজী মোশন পিকচার্সে অডিশন দিয়ে কাজ পাননি। সেই আক্রোশেই ওই অভিযোগ এনোছেন মহিলা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















