Dadagiri: রুক্মিণীর হাত ধরে র্যাম্পওয়াকেও 'দাদাগিরি' সৌরভ গঙ্গোপাধ্যায়ের
এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রর হাত ধরে 'দাদাগিরি'-র (Dadagiri) মঞ্চেই র্যাম্পওয়াক করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা: খেলার মাঠে 'দাদাগিরি' (Dadagiri) করার পর সঞ্চালনাতেও বহু বছর ধরে একইভাবে দর্শকদের মাতিয়ে রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবাক তাঁকে দেখা গেল র্যাম্পওয়াক করতে। যদিও তা কোনও ফ্যাশন শোয়ের মঞ্চে নয়। 'দাদাগিরি'র মঞ্চেই র্যাম্পওয়াক করলেন তিনি। তাও আবার টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) হাত ধরে। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের র্যাম্পওয়াক-
এদিন সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রর হাত ধরে 'দাদাগিরি'-র মঞ্চেই র্যাম্পওয়াক করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও অংশে তাঁকে কোনও পেশাদার মডেলের থেকে কম কিছু লাগছে না। প্রসঙ্গত, আজ 'দাদাগিরি'র মঞ্চে আসতে চলেছে 'কিশমিশ' (Kishmish) পরিবার। হাজির থাকবেন টলিউড তারকা দেব (Dev) এবং রুক্মিণী মৈত্র। সেই অনুষ্ঠানেরই কিছু অংশ তুলে ধরা হয়েছে নেট দুনিয়ায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের র্যাম্পওয়াক দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেট নাগরিকরা।
সদ্যই মুক্তি পেয়েছে বাংলা ছবি 'কিশমিশ'। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল। আর ছবি মুক্তি পেতেই তার প্রভাব পড়ল বক্স অফিসে। প্রথমদিন থেকেই একের পর এক শো হাউজফুল হচ্ছে। সিনেমা হলে দর্শকদের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য় পৌঁছে গিয়েছেন বহু মানুষ। কেউ সঙ্গীকে নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ একাই চলে এসেছেন প্রিয় দেব দা-র ছবি দেখতে। অনুরাগীদের মুখে তখন একাধিক স্লোগান। 'শিরায় শিরায় রক্ত। আমরা দেবের ভক্ত'। থেকে 'এক দুই তিন চার। দেব দা সুপারস্টার'। ছবি নির্মাতা থেকে অভিনেতারা প্রত্যেকেই এই ছবির ব্যবসা ঘিরে আশাবাদী।