(Source: ECI/ABP News/ABP Majha)
Zaira Wasim New Pic: বলিউড ছাড়ার ২ বছর পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট জায়রা ওয়াসিমের
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এতদিন পর ছবি পোস্ট করা মাত্রই অনুরাগীরা লাইক এবং কমেন্টে ভরিয়ে দিয়েছেন জায়রা ওয়াসিমকে।
মুম্বই: বলিউড ছেড়েছেন ২ বছর হয়ে গেল। ২ বছর পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য নিজের নতুন ছবি পোস্ট করলেন 'দঙ্গল গার্ল' জায়রা ওয়াসিম (Zaira Wasim)। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে সেখানে নিজের একটি বোরখা পরা ছবি তিনি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'দ্য ওয়ার্ম অক্টোবর সান'। ছবিতে জায়রা ওয়াসিমকে দেখা যাচ্ছে একটি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া অবস্থায়। যদিও 'দঙ্গল গার্ল'-র মুখ স্পষ্ট নয় ছবিটিতে।
আরও পড়ুন - Dev New Movie: ২০২২ সালের গ্রীষ্মে আসছে 'কাছের মানুষ', মুক্তি পেল মোশন পোস্টার
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এতদিন পর ছবি পোস্ট করা মাত্রই অনুরাগীরা লাইক এবং কমেন্টে ভরিয়ে দিয়েছেন জায়রা ওয়াসিমকে। তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসাও জানিয়েছেন নেট নাগরিকরা। বলিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর গত দু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় শুধুই কারও উক্তি শেয়ার করেছেন জায়রা ওয়াসিম।
প্রসঙ্গত, ২০১৯ সালে বলিউড ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন জায়রা ওয়াসিম। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই এমন সিদ্ধান্ত নেন 'দঙ্গল গার্ল'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লিখেছিলেন, 'হ্যালো এভরিওয়ান। আমি শুধু একটা মুহূর্ত নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে নিয়মিত সমর্থন করে এসেছেন এবং অনবরত ভালোবাসা প্রদর্শন করে এসেছেন। এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলের কাছে অনুরোধ জানাবো যে, দয়া করে প্রত্যেকে নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে আমার সমস্ত ছবি সরিয়ে দেবেন। অনুরাগীদের পাশাপাশি আমার সমস্ত ফ্যান পেজের কাছেও আমি একই অনুরোধ জানাচ্ছি।'
আরও পড়ুন - Aishwarya Rai Black Pics: কালো পোশাকে চোখ ধাঁধিয়ে দিলেন ঐশ্বর্য রাই, ছবি দেখেছেন?
মাত্র ১৬ বছর বয়সেই বলিউডে আত্মপ্রকাশ হয় জায়রা ওয়াসিমের। আমির খানের সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। 'দঙ্গল' ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তাঁকে প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের সঙ্গে শেষবার 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে দেখা যায়।