Danny Detective Inc: আমি গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, কখনও সুযোগ পাইনি: অঞ্জন দত্ত
ব্যোমকেশের পর ফের রহস্যের খোঁজে অঞ্জন দত্ত, তবে এবার নিজের তৈরি গোয়েন্দা চরিত্র নিয়ে। এবিপি আনন্দে ছবি নিয়ে কথা বলতে এসে খোলামেলা আড্ডায় অঞ্জন দত্ত ও সুপ্রভাত দাস।
কলকাতা: পর্দায় নতুন গোয়েন্দা, নতুন গল্প। দীপাবলিতে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত (Anjan Dutt) পরিচালিত নতুন ওয়েব সিরিজ 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'। তবে এই গল্পে কেবল অঞ্জন দত্ত একা নয়, রহস্যের সমাধান করতে আসছে তাঁর টিম। ব্যোমকেশের পর ফের রহস্যের খোঁজে অঞ্জন দত্ত, তবে এবার নিজের তৈরি গোয়েন্দা চরিত্র নিয়ে। এবিপি আনন্দে ছবি নিয়ে কথা বলতে এসে খোলামেলা আড্ডায় অঞ্জন দত্ত ও সুপ্রভাত দাস (Suprabhat Das)।
ছবিতে অঞ্জন দত্তের চরিত্রের নাম ড্যানি বন্দ্যোপাধ্যায় ও সুপ্রভাত অভিনয় করছেন সুব্রত শর্মা। কোন ভাবনা থেকে এই নতুন গোয়েন্দার জন্ম? অঞ্জন দত্ত বলছেন, 'বাংলা সাহিত্যে অনেক গোয়েন্দা আছে তবে তাঁদের জীবন কিছু অংশে বাস্তবের সঙ্গে মেলে না। গোয়েন্দাদের মধ্যে আলাদা কী আছে যাতে মানুষ বিপদে পড়লে পুলিশ নয়, গোয়েন্দার কাছেই যাবে। আমি যে গল্প লিখেছি সেখানে গোয়েন্দা সংস্থার নাম ড্যানি ডিটেকটিভ আইএনসি। আর সেখানে গোয়েন্দার নাম সুব্রত শর্মা।'
এই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস। অভিনেতা বলছেন, 'যে কোনও অভিনেতাই স্বপ্ন থাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার। স্যার (অঞ্জন দত্ত) হঠাৎ একদিন এসে বললেন, সুপ্রভাত তৈরি হও। আমার গল্পে কেন্দ্রীয় চরিত্র তুমি। সেদিন যেমন একটা উত্তেজনা অনুভব করেছিলাম, ভালোও লেগেছি। সেদিন থেকেই প্রস্তুতি শুরু।'
মার্কিন গোয়েন্দা গল্প আকৃষ্ট করে অঞ্জন দত্তকে। পরিচালক বলছেন, 'মার্কিন গল্পে আমরা গোয়েন্দা এজেন্সির কথা পাই। বাংলা লেখকদের সঙ্গেও আমার আলাপ হয় তাঁদের গোয়েন্দা গল্পের মাধ্যমেই। তবে অভিনেতা হিসাবে আমার গোয়েন্দা গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল। কিন্তু প্রথমদিকে আমায় কেউ তেমন চরিত্র দেয়নি। এরপর আমি যখন ব্যোমকেশ পরিচালনা করলাম, তখন আমার বয়স বেড়ে গিয়েছে। এই গল্পটা এমনই যে অঞ্জন দত্ত যেটা পারেননি, সেটাই পর্দায় করবে সুব্রত শর্মা।'
সুব্রত শর্মা একজন সাংবাদিক, তারপর চাকরি খুইয়ে গোয়েন্দা। ড্যানি বন্দ্যোপাধ্যায়ের এজেন্সিতে যোগ দিয়ে বদলে যাবে তাঁর জীবন? উত্তর দেবে 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-র গল্প। তবে কেবল রুপোলি পর্দায় নয়, এই গল্প মুক্তি পাচ্ছে বইয়ের পাতাতেও। ড্যানি ডিটেকটিভের গল্পের বই খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আগামী ৩ নভেম্বর 'ক্লিক' (KLIKK ) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-র প্রথম সিজন।