Darshana-Sourav Marriage: হাতে শাঁখা-পলা.. গায়ে হলুদের সকালে অপেক্ষায় দর্শনা, কী চলছে সৌরভের বাড়িতে?
Darshana Banik- Sourav Das marriage: সকালে সাদা ধুতি-পাঞ্জাবিতে বাড়ির ছাদে গায়ে হলুদের যাবতীয় আচার অনুষ্ঠান পালন করতে দেখা গেল সৌরভকে। হাজির ছিলেন অভিনেতার পরিবারের সবাই
কলকাতা: প্রেমের সম্পর্কের আজই সাত পাকে পরিণতি। বিবাহ-বদ্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। সকাল থেকেই দুই বাড়িতে চলছে গায়ে-হলুদ পর্ব।
সকালে সাদা ধুতি-পাঞ্জাবিতে বাড়ির ছাদে গায়ে হলুদের যাবতীয় আচার অনুষ্ঠান পালন করতে দেখা গেল সৌরভকে। হাজির ছিলেন অভিনেতার পরিবারের সবাই। অভিনেতাকে যেন অচেনা দেখাচ্ছে। প্রণাম করে, খালি পায়ে গায়ে হলুদের সকালের যাবতীয় নিয়মবিধি পালন করলেন সৌরভ। অন্যদিকে দর্শনা? তাঁর হাতেও দেখা গেল বিয়ের মেহেন্দি। নিয়ম মেনে ইতিমধ্যেই শাঁখাপলা পরে নিয়েছেন তিনি। গলায় সোনার গয়না, টিকলি.. সব মিলিয়ে আনন্দে যেন ঝলমল করছেন তিনি।
শীতের শুরু আর এখনই তো বিয়ের মরশুম। টলিপাড়াতেও প্রত্যেক বছরের মতো এবারও রয়েছে একগুচ্ছ বিয়ের খবর। ইতিমধ্যেই চার হাত এক হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর, তারপরেই বিবাহের তালিকায় ঢুকেছিলেম সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। আর পাঁচ দিনের মাথায় 'ওয়েডিং' ক্লাবে প্রবেশ করতে চলেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও আচমকা বিয়ের খবর অনুরাগীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল।
১৫ ডিসেম্বর 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর সাক্ষী হতে চলেছে টলিপ্রেমীরা। তার আগে ইন্ডাস্ট্রির বন্ধুদের থেকেই আইবুড়োভাত খেয়েছিলেন হবু দম্পতি। দর্শনা ও সৌরভকে একসঙ্গে আইবুড়োভাত খাইয়েছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা। ছিলেন হবু দম্পতির একসঙ্গে প্রথম ছবির পরিচালক ও তাঁদের অত্যন্ত কাছের বন্ধু সৌম্যজিৎ আদকও। এছাড়াও ছিলেন তাঁদের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।
শহরের এক বাঙালি খাবারের রেস্তোরাঁয় জমাটি আয়োজনে চলেছিল খাওয়া-দাওয়া। এর আগে দর্শনাকে শাড়ি পরে বাঙালি সাজে আইবুড়োভাত খেতে দেখা গিয়েছিল। সাদামাটা পোশাকে ছিলেন তিনি। কালো টপ-জিন্স, ব্লেজার আর একেবারে নো মেকআপ লুক। মাথায় অবশ্য ছিল মুকুট। তাঁকে ধান-দূর্বা মাথায় ছুঁইয়ে, প্রদীপের শিখায় বরণ করে আশীর্বাদ করলেন তৃণা, নিজের হাতে খাইয়ে দিলেন পায়েস। অন্যদিকে কমলা পাঞ্জাবীতে দেখা গেল 'মন্টু পাইলট'কে। 'অ্যানিম্যাল' ছবির ট্রেন্ডিং 'জামাল কুদু' গানে মাথায় টোপর পরে বন্ধুদের সঙ্গে নেচে মাত করতে দেখা গেল হবু বরকে। তার আগেই ব্যাচেলর পার্টিও সারেন সৌরভ। অবশেষে আজ সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। সৌরভের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শনা।
আরও পড়ুন: New Bengali Serial: শ্বেতা-রণজয়ের নতুন জুটিতে চেনা প্রেমের গল্প, আসছে নতুন ধারাবাহিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।