(Source: ECI/ABP News/ABP Majha)
Darshana Banik Exclusive: বলিউডে পা দর্শনার, অনুরাগ বসুর পরিচালনায় কাজ করে আপ্লুত বঙ্গকন্যা
Actress Darshana Banik Exclusive: তাঁর কাজ দেখে মুম্বই থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক। অডিশন, স্ক্রিন টেস্ট, ছবিতে সুযোগ.. গোটাটাই যেন এখনও স্বপ্নের মতো মনে হয় দর্শনা বণিকের কাছে।
কলকাতা: মুম্বই থেকে হঠাৎ মেসেজ.. তারপরে ফোন, স্ক্রিন টেস্ট, শ্যুটিং। টলিউডের নায়ক নায়িকার বলিউডের পথে পা বাড়ানো নতুন নয়। এবার সেই তালিকায় নাম লেখালেন দর্শনা বণিক (Darshana Banik)-ও। অনুরাগ বসু (Anurag Basu)-র পরিচালনায় এবার অনুপম খের (Anupam Kher), নীনা গুপ্তা (Neena Gupta)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বঙ্গকন্যা।
তাঁর কাজ দেখে মুম্বই থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক অনুরাগ বসু ও তানি বসু। তার পরে অডিশন, স্ক্রিন টেস্ট, ছবিতে সুযোগ.. গোটাটাই যেন এখনও স্বপ্নের মতো মনে হয় দর্শনা বণিকের কাছে। অভিনেত্রী বলছেন, 'প্রথমে আমার কাছে একটা মেসেজ আসে, তারপরে ফোন। অনুরাগ বসু আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কোনও প্রত্যাশা ছাড়াই দেখা করতে গিয়েছিলাম ওঁর সঙ্গে। কেবল ওঁর কাজ ভাল লাগে বলে। আমায় কিছু সংলাপ বলে শোনাতে বলেছিলেন, তারপরে স্ক্রিন টেস্ট। ছবিতে সুযোগ পাওয়ার পরে মনে হয়েছিল, নিজের যোগ্যতাতেই কাজটা পেয়েছি। এটা আমার কাছে ভীষণ তৃপ্তির।'
আরও পড়ুন: Indraneil Sengupta Exclusive: কেমন কাটল নতুন ফেলুদার প্রথম দিন? খোঁজ নিল এবিপি লাইভ
ইতিমধ্যেই মুম্বইতে কিছুদিনের শ্যুটিং হয়ে গিয়েছে। এখন কলকাতায় শ্যুটিং করছেন দর্শনা। অনুরাগ বসুর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে? দর্শনা বলছেন, 'দাদার শ্যুটিং করার ধরণটা একেবারে আলাদা। একটি চিত্রনাট্য থাকে বটে, তবে তা তেমন বিস্তারিত নয়। দাদা শ্যুটিং করার সময় অনেক কিছু নিজে থেকে করতে বলেন, আবেগ, অনুভূতি, মুহূর্তে জোর দেন বেশি। এই ধারায় টলিউডে আগে কখনও কাজ করিনি আমি।'
ছবি নিয়ে এখন মুখ খোলায় কড়া নিষেধ দর্শনার। এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও (Saswata Chatterjee)। দর্শনা জানালেন, তিনি ও শাশ্বত দুজনেই দুই বাঙালির চরিত্রে অভিনয় করছেন।