Debolina Dutta: টলিউডে কাস্টিং কাউচ রয়েছে, বহু মহিলাই তার অংশ: বিস্ফোরক দেবলীনা
Debolina Dutta on Tollywood: দেবলীনা বলেন, 'আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা রয়েছে'
কলকাতা: টলিউডে অভিনেত্রীদের হেনস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন একাধিক অভিনেত্রী। সদ্য এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপও দাবি করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Devleena Dutta)। তিনি কী জানালেন এবিপি আনন্দকে (ABP Ananda)।
আজ দেবলীনা বলেন, 'আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা রয়েছে। কাস্টিং কাউচ রয়েছে। তবে আমি যদি কাস্টিং কাউচের কথা বলি এখানে একটা ভাগাভাগি, দ্বিমত তৈরি হবে। কারণ বহু মহিলা রয়েছেন যাঁরা কাস্টিং কাউচের অংশ। এমন একটা চাপ সৃষ্টি করা হয় মাথার ওপর, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, এমন একটা পরিবেশ তৈরি করা হয়, যে সে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে। এটা কি নির্যাতন নয়?'
দেবলীনা আরজি কর প্রসঙ্গেও মুখ খোলেন এদিন। বলেন, 'এই বছর, ওই বাবা মায়ের উৎসব হবে কি? যদি না হয়, তাহলে আমাদেরও হবে না। ক্রমাগত এই আগুনে ঘি ঢেলে যাব যাতে এই আগুন জ্বলতে থাকে। কথা দিলাম, এই আগুল জ্বলবে, নিভবে না।'
এদিন আয়োজন করা হয়েছিল একটি গণ কনভেনশনের। সেখানে বক্তব্য রাখেন অনেক অভিনেতা অভিনেত্রীই। সেই সভায় সোহিনী সরকার বলেন, 'আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। সবাই পাশে থাকুন, এটুকুই আমার বলার।'
সোহিনী আরও বলেন, ‘আমরা যদি আন্দোলনটা থামিয়ে দিই, তাহলে ওরাও কিন্তু ভাল থাকবে না। ওদেরও ফেল করিয়ে দেবে বা বদলি করিয়ে দেবে কোথাও। কিন্তু ভয় লাগছে, পুজো আসছে। আমরা যেন সব ভুলে পুজোর আনন্দে মেতে না উঠি। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, আমরা যেন আন্দোলনটা চালিয়ে যেতে পারি।'
আরও পড়ুন: Mimi Chakraborty: নিজের হাতে সাজালেন শ্রীকৃষ্ণকে, বাড়িতেই জন্মাষ্টমীর পুজোর আয়োজন মিমি চক্রবর্তীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।