Debolinaa Nandy: 'চোখ বুজে আসছে, জানতাম প্রবাহকে মেসেজ করলেও উত্তর আসবে না..', ভয়াবহ সেই রাতের কথা বললেন দেবলীনা
Debolinaa Nandy News: আজ সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন অভিনেতা সায়ক। অভিনেতার সঙ্গে সঙ্গীতশিল্পীর যথেষ্ট ভাল সম্পর্ক

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল। কারণ সেই সময়েই শোনা যাচ্ছিল, আদৌ অসুস্থতা নয়, আত্মহত্যার চেষ্টা করেছেন, সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। সাংসারিক অশান্তির কারণেই নাকি, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি, আর সেই কারণেই তাঁকে তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তোলপাড়। এই ঘটনার আগে, সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে দেবলীনা জানিয়েছিলেন, তিনি কাজের দিক থেকে পাশাপাশি, সংসারের একাধিক বিষয় নিয়ে যথেষ্ট বিপর্যস্ত তিনি! আর এরপরেই খবর আসে, অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেন অভিনেতা সায়ক। অভিনেতার সঙ্গে সঙ্গীতশিল্পীর যথেষ্ট ভাল সম্পর্ক। তিনি সোশ্যাল মিডিয়ায় এই জল্পনায় সিলমোহর দেন যে, অসুস্থতা নয়, আত্মহত্যাই করতে গিয়েছিলেন দেবলীনা। অনেকেই সায়কের থেকে জানতে চেয়েছেন, দেবলীনা কেমন আছেন। সায়ক সাধ্যমতো সবাইকে সেই কথা জানিয়েওছেন। এরপরে, আজ হাসপাতাল থেকে একটি ভিডিও করেন সায়ক। সেখানেই তিনি গোটা বিষয়টাকে তুলে ধরেন, একেবারে দেবলীনার মুখ থেকেই!
দেবলীনাকে এই ভিডিওতে বলতে শোনা যায় যে, সেদিন রাতে তিনি বারে বারে ভেবেছেন যে, সবটা ঠিক হয়ে যাবে। হয়তো তাঁর চরম সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাঁর বারে বারেই মনে হয়েছে, স্বামী প্রবাহকে মেসেজ করার কথা। কিন্তু দেবলীনার কথায়, 'আমি জানতাম, কোনও উত্তর আসবে না।' চূড়ান্ত হতাশায়, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খান দেবলীনা। অসুস্থ হয়ে পড়ছেন বুঝতে পেরেও, তিনি স্বামীকে মেসেজ করেননি। গোটা ঘটনার কথা জানান, বন্ধু সায়ককে। প্রথমটা বিশ্বাস করেননি সায়ক, ছবি পাঠাতে বলেন দেবলীনাকে। এরপরে গোটা ঘটনার কথা বুঝতে পেরে তড়িঘড়ি দেবলীনার গাড়ির চালক ও আপ্ত সহায়ককে ফোন করেন। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ায়, প্রাণে বেঁচে যান দেবলীনা, এখন তিনি বিপদমুক্ত।
তবে সায়কের ভিডিওতেও, দেবলীনার মুখে সেই একই কথা। 'আমি অর্ধেক কাজ করতে চাইনি! কেন আমায় বাঁচানো হল...'। কিন্তু দেবলীনার সুস্থতা কামনায় মুখর হয়েছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকেই কামনা করছেন, সঙ্গীতশিল্পী যেন হতাশা কাটিয়ে উঠে জীবনের মূল স্র্রোতে ফিরে আসেন। সায়ক ও দেবলীনাকে মঞ্চে ফেরার কথা বলেছেন, সঙ্গীতশিল্পী তাতে সায় ও দিয়েছেন। অনুরাগীদের আশা, এই সময়টা দেবলীনার জীবনের খুব কঠিন সময়। এটা পেরিয়ে, ফের নিজের শর্তে বাঁচতে শিখবেন দেবলীনা।
এই ঘটনায় দেবলীনা নন্দীর স্বামী প্রবাহ নন্দীর তরফ থেকে কোনও বক্তব্যে আসেনি।






















