Deepika-Ranveer: পুত্রসন্তানের জন্ম দিলেন দীপিকা? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল এ কোন ছবি?
Deepika Padukone and Ranveer Singh: গোলাপি পোশাকে, হাসপাতালে দীপিকা ও রণবীরের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি আসলে মিথ্যে। এডিট করা একটি ছবি পোস্ট করা হয়েছিল আর তারপরেই সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে
![Deepika-Ranveer: পুত্রসন্তানের জন্ম দিলেন দীপিকা? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল এ কোন ছবি? Deepika Padukone and Ranveer Singh Photo with baby going viral on social media know the truth Deepika-Ranveer: পুত্রসন্তানের জন্ম দিলেন দীপিকা? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল এ কোন ছবি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/05/0188484b7de5124a1b790008e9a021af172284112484249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁদের পরিবারে নতুন সদস্য আসার কথা সেপ্টেম্বর মাসে। বাবা-মা হওয়ার পথে রণবীর সিংহ (Ranbir Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে সময়ের আগেই কি মা হলেন দীপিকা? জন্ম দিলেন পুত্রসন্তানের? সোশ্যাল মিডিয়ায় ভাইরা হয়েছে এমনই একটি ছবি। সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন দীপিকা। পাশে দাঁড়িয়ে রণবীর, কোলে পুত্রসন্তান। সত্যিই কি পুত্রসন্তানের মা হলেন দীপিকা?
মাতৃত্ব তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দিপীকা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন নিজের যত্ন নেওয়ার টিপস শেয়ার করে নেন তিনি। সদ্য, নিজের ত্বকের যত্ন নেওয়ার একগুচ্ছ ছবি ও লেখা পোস্ট করেছিলেন দীপিকা। কীভাবে তিনি সবসময়ে নিজের ত্বকের যত্ন নেন, কী কী ব্যবহার করেন সমস্ত বিস্তারিত ছিল সেই পোস্টে। বোঝাই যায়, মা হওয়ার আগে আগে, নিজেকে যেন একটু বেশিই ভালবাসছেন দীপিকা। তবে সদ্য ইন্টারনেটে যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা কি সত্যি?
গোলাপি পোশাকে, হাসপাতালে দীপিকা ও রণবীরের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি আসলে মিথ্যে। ছবিটির কোনও ভিত্তি নেই। সোশ্যাল মিডিয়ায় এডিট করা একটি ছবি পোস্ট করা হয়েছিল আর তারপরেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ছবিটি দীপিকা বা রণবীর কেউ নিজেদের প্রোফাইল থেকে পোস্ট করেননি। ছবিটি একেবারেই ভিত্তিহীন। মোটেই পুত্রসন্তানের জন্ম দেননি দীপিকা। তাঁরা এখনও অধীর অপেক্ষায় রয়েছেন তাঁদের সন্তানের আগমনে জন্য।
প্রসঙ্গত, দীপিকা অন্তঃসত্ত্বা থাকাকালীনই প্রকাশ্যে এসেছিল তাঁর শ্যুটিংয়ের ছবি। সেই সময়ে অনেকে মনে করেছিলেন যে সারোগেসি পদ্ধতির মাধ্যমে সন্তান আসছে দীপিকার কোলে। তবে সেই সময়ে এই সমস্ত বিষয় নিয়ে মুখ খোলেননি রণবীর ও দীপিকা। অভিনেত্রীর বেবি বাম্প প্রথম প্রকাশ্যে আসে নির্বাচনের দিন। ঢিলে সাদা শার্ট পরে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েছিলেন দীপিকা। তখনই প্রকাশ্যে আসে অভিনেত্রীর বেবি বাম্প।
View this post on Instagram
আরও পড়ুন: Aparajita Adhya: সদ্য বিয়ে হয়েছে অপরাজিতা আঢ্য়ের দাদার, কে এই নববধূ 'রানি দিদি'?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)