Top Entertainment News: অম্বানিদের অনুষ্ঠানে দীপিকার সাহসী পদক্ষেপ, কাঞ্চন-শ্রীময়ীর সাবেক বিয়ে, আজকের বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: নতুন জীবন শুরু করলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। বাঙালি সমস্ত রীতিনীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসেছেন তাঁরা। অন্যদিকে, এমন কী করলেন দীপিকা পাড়ুকোন যে তাঁকে ঘিরে চিন্তিত হয়ে পড়লেন অনুরাগীরা? দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
মহিলাদের অসম্মানের অভিযোগ, সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন
আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ। প্রার্থী ঘোষণার পরের দিনই সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন তিনি। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের। পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ। পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূলের। (Pawan Singh)। শনিবার সন্ধেয় লোকসভা নির্বাচনের আগে প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করে BJP, তাতে আসানসোল থেকে পবনকে প্রার্থী করা হয়। এর পরই BJP-কে আক্রমণ করতে নেমে পড়ে তৃণমূল। তাঁর বিভিন্ন গানের অ্যালবামের ভিডিও পোস্ট করে আক্রমণ শানানো হয়। পবন বাংলার মহিলাদের অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়। BJP-র অন্দরেও বিষয়টি নিয়ে আপত্তি উঠতে শুরু করে।
অম্বানিদের অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হয়েও নাচের মঞ্চে দীপিকা, খেললেন ডান্ডিয়াও!
তিনি যে অন্তঃসত্ত্বা, সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগেই। সন্তান আসার সম্ভাব্য মাসের কথাও জানিয়েছিলেন। তবে জামনগরে যে রাজকীয় অনুষ্ঠানে হাজির থেকেছে গোটা বলিউড, অন্তঃসত্ত্বা হয়েও সেখানে গেলেন তিনি। আনন্দ করলেন জমিয়ে। কিন্তু এমন কি করে ফেললেন বলিউডের এই নায়িকা, যেখানে সবাই চিন্তিত হয়ে পড়লেন তাঁর স্বাস্থ্য নিয়ে? অম্বানিদের অনুষ্ঠান মানেই তো নাচ-গানের জমাটি আসর। মঞ্চে তৈরি হয় এক একটা মুহূর্ত। তা সে, ৩ খানের (শাহরুখ খান, সলমন খান, আমির খান) সঙ্গে একসঙ্গে পা মেলানোই হোক বা মুকেশ অম্বানি (Mukesh Ambani) ও নীতা অম্বানির (Neeta Ambani)-র 'পেয়ার হুয়া ইকরার হুয়া'-র ছন্দে নাচ... মঞ্চ জমে ওঠে আনন্দে, উচ্ছ্বাসে। সেই মঞ্চে, অন্তঃসত্ত্বা হয়েও নাচ করলেন দীপিকা! সেই ভিডিও ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীরা। সন্তানের আগমনের যে সময় দীপিকা জানিয়েছিলেন, সেই হিসেবে দীপিকা ৩ মাসের অন্তঃসত্ত্বা। যে ছবি তিনি পোস্ট করেছিলেন, সেখানে এখনও স্পষ্ট নয় তাঁর বেবি বাম্প। তবে মঞ্চে নাচ করলেও, দীপিকা নিজের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রাখলেন। মঞ্চে উঠলেন রণবীরের হাত ধরে.. নাচ করলেও, করলেন না শারীরিক কোনও কসরত। কেবল হাত নাড়িয়ে সঙ্গত করলেন রণবীরের সঙ্গে। রণবীরও আগলে রইলেন দীপিকাকে। তাঁকে হাত ধরে মঞ্চ থেকে নামালেন ও ওঠালেন।
কনকাঞ্জলী দিয়ে শ্বশুরবাড়িতে এলেন শ্রীময়ী, কেমন কাটছে প্রথমদিন?
আজ কালরাত্রি। শ্বশুরবাড়িতে প্রথমদিন শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj)। গতকাল, অর্থাৎ শনিবার সাবেকি প্রথা মেনেই তিনি বিয়ে করেছেন কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick)। সকালে কনকাঞ্জলির মতো সমস্ত রীতিনীতিও পালন করেছেন তিনি। আর শ্বশুরবাড়িতে প্রথমদিন কেমন কাটছে শ্রীময়ীর? পালন করছেন কালরাত্রির সব নিয়মকানুন? বাঙালি বিয়েতে সাধারণত, বিয়ের পরের দিনটি কালরাত্রি হিসেবে পালন করা হয়। এদিন মুুখ দেখার নিয়ম নেই বর-বধূর। সেই প্রথা পালন করছেন শ্রীময়ীও। এবিপি লাইভকে (ABP Live) শ্রীময়ী জানালেন, তাঁর সঙ্গে শ্বশুরবাড়িতে এসেছে দিদির মেয়ে। তাঁর সঙ্গেই আজ থাকবেন শ্রীময়ী। যেহেতু শ্বশুরবাড়িতে আজ কাঞ্চনের সঙ্গে থাকার নিয়ম নেই তাঁর, তাই অন্যান্য আত্মীয়দের সঙ্গেই সময় কাটাচ্ছেন শ্রীময়ী। এছাড়াও শ্রীময়ীর জা, ভাসুর, কাঞ্চনের বন্ধু ও তাঁর স্ত্রী রয়েছেন নববধূর সঙ্গে। শ্রীময়ী আরও জানিয়েছেন, সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে হোক, এমনটাই চেয়েছিলেন তিনি। আর তাই, কালরাত্রির নিয়মও পালন করবেন তিনি।
বড়পর্দায় 'ম্যাজিক করে' উত্তমকুমারকে ফেরাচ্ছেন সৃজিত, দেখে অবাক অমিতাভ বচ্চন!
শনিবার প্রকাশ্যে এসেছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। 'অতি উত্তম' (Oti Uttam)। এই ছবি নিয়ে, বহুবার-বহু কথাই বলেছেন পরিচালক। অবশেষে সেই ট্রেলার প্রকাশ্যে এল। 'ম্যাজিক' করে যেন উত্তমকুমারকে ফের পর্দায় ফিরিয়ে এনেছেন সৃজিত। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourav Chatterjee)। এছাড়াও রয়েছেন, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেল অভিনেতা অভিনেত্রীদের ঝলক। আর দেখা গেল, উত্তমকুমারকে (Uttam Kumar)। সাদা কালো হলেও, তিনি যেন হেঁটে বেড়াচ্ছেন এই কলকাতার বুকেই। কথা বলছেন 'জেন জ়ি'-র সঙ্গে, বুঝতে চেষ্টা করছেন তাঁদের মনের কথা, প্রয়োজনে ধমকও লাগাচ্ছেন কখনও কখনও। স্বয়ং উত্তমকুমারকে ২০২৪ সালে নেমে আসতে দেখে, অনেক অনুরাগীর মতো উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-ও! ট্রেলার মুক্তির পরেই, সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলার শেয়ার করে নিয়েছেন বলিউডের শাহেনশাহ খোদ অমিতাভ বচ্চন। লেখেন, 'প্রথম ছবি, যার মুখ্যচরিত্রকে গড়া হয়েছে পুরনো সমস্ত ফুটেজ একত্রিত করে। উত্তমকুমারের প্রতি একটি শ্রদ্ধা এই ছবি। অতি উত্তম।'
বিয়ের পরে প্রথম ছবি পোস্ট প্রশ্মিতার, কী লিখলেন অনুপমের জন্য?
সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরু করার খবর শেয়ার করে নিয়েছিলেন কেবলমাত্র ১টি পোস্ট দিয়ে। একটি ছবি ও ছোট্ট একটিই লাইন। তাও শেয়ার করে নিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। আর বিয়ের পরে, সোশ্যাল মিডিয়ায় এই প্রথম ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul)। নিজের প্রোফাইলে একটি হলুদ শাড়ি পরা ছবি শেয়ার করে নিয়েছেন প্রশ্মিতা। দেখেই বোঝা যায়, তিনি দাঁড়িয়ে রয়েছেন কোনও বিবাহমন্ডপে। সেই ছবি শেয়ার করে প্রশ্মিতা লিখেছেন, 'আমরা যাকে হলুদ বলি..' । বাঙালি রীতি মেনে বিয়ে করেননি অনুপম বা প্রশ্মিতা। কেবল আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের দিন তসরের ওপর লাল কাজ করা পাঞ্জাবি পরেছিলেন অনুপম। গোলাপি ও সোনালি কাজের বেনারসি পরেছিলেন প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ও প্রশ্মিতার ছবি শেয়ার করে অনুপম লেখেন, 'নতুন করে'। সোশ্যাল মিডিয়ায় অনুপমের এই পোস্ট ভেসে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। এক অনুরাগী অনুপমেরই এক গানের লাইন তুলে লিখেছেন, ' শহরতলি জুড়ে/গলির মোড়ে মোড়ে/ তোমায় নিয়ে গল্প হোক'। টলিউডের অনেক বন্ধুরাই শুভেচ্ছা জানিয়েছেন সুরেলা এই জুটিকে। অনুপম ও প্রশ্মিতা দুজনেই সঙ্গীতজগতের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতা বিয়ের পরে প্রথম যে ছবি শেয়ার করে নিলেন, সেখানে অবশ্য অনুপমের ছবি নেই, নেই তাঁর কথাও। তবে নতুন জীবন নিয়ে অনুপম ও প্রশ্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে তারকাদের মেলা, নজরে সেরা ফ্রেমগুলি