Deepika Padukone: ন্যানির হাতে মেয়েকে ছাড়তে নারাজ তাই লম্বা ছুটি, এদিকে দীপিকার জন্যই আটকে এই ছবির শ্যুটিং!
Deepika Padukone News: 'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প
কলকাতা: নিজের হাতে মেয়েকে বড় করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), আর সেই কারণেই কি সিনেমা থেকে লম্বা বিরতি নিয়েছেন তিনি? গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন দিপীকা। নিজের হাতেই তিনি মেয়েকে লালন পালন করবেন এটাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই কারণেই বর্তমানে ছবি থেকে লম্বা বিরতি নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ন্যানির হাতে মেয়েকে ছাড়তে নারাজ তিনি। মেয়ে জন্মের পর থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবি থেকে বিরতি নেবেন তিনি। তবে দীপিকার জন্যই আটকে রয়েছে গুরুত্বপূর্ণ এই ছবির শ্যুটিং!
দীপিকার শেষ মুক্তি পাওয়া ছবি 'সিংঘম এগেইন'। এর আগে মুক্তি পেয়েছিল, 'কল্কি ২৮৯৮ এডি'। এই ছবি বক্সঅফিসে দূর্দান্ত সাফল্য পেয়েছিল। তবে এই ছবির গল্পের শেষেই ইঙ্গিত ছিল, গল্প এখানেই শেষ নয়। এই গল্পের সিক্যুয়াল বাকি রয়েছে। গল্পের শেষে কী হবে, তা এখনও জানা যায়নি। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। তাঁকে ছাড়া এই ছবির সিক্যুয়াল কার্যত অসম্ভব। তবে দীপিকা তো এখন শ্যুটিং ফ্লোর থেকে দূরে। এখন তিনি ব্যস্ত তাঁর মাতৃত্ব নিয়েই। মেয়ে দুয়াকে নিয়েই এখন সময় কাটছে তাঁর। তবে কি কল্কি-র সিক্যুুয়াল থেকে বাদ যেতে পারেন দীপিকা?
'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, 'কল্কি'-র সিক্যুয়ালের গল্প দিপীকাকে ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক।
অন্যদিকে পরিচালক জানিয়েছেন, দীপিকাকে বাদ দিলে, তাঁর ছবিই অসম্পূর্ণ। ছবির গল্পই তৈরি হবে না দীপিকাকে ছাড়া। তাই দীপিকার শ্যুটিং ফ্লোরে ফেরার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর সেই কারণেই এই ছবির মুক্তি পিছোতে পারে বলেই মনে করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।