Delhi Pollution: 'এমন অবস্থা হবে যে পাশে কেউ থাকলেও দেখতে পাব না', দিল্লির দূষণ নিয়ে আর কী বললেন কৃতী স্যানন ?
Actress Kriti Sanon: 'আমি দিল্লির মেয়ে এবং জানি আগে অবস্থা কেমন ছিল, আর এখন ক্রমশ খারাপ হচ্ছে।'

Delhi Air Pollution: দিল্লির বায়ুদূষণ নিয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে আলোচনা। শীত শুরুর সময় থেকে রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়ে যায়। একে দিল্লির কনকনে ঠান্ডা, কুয়াশার দাপট, সঙ্গে দোসর বায়ুদূষণ, আর তার জেরে সৃষ্ট ধোঁয়াশা - সব মিলিয়ে পরিবেশ এক এক সময় অসহনীয় হয়ে ওঠে। এবার দিল্লির বায়ুদূষণ নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী কৃতী স্যানন। তাঁর আসন্ন ছবি 'তেরে ইশক মে'- র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কৃতী। সেখানেই দিল্লির বায়ুদূষণ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় না কোনও কিছু বলেই লাভ হবে। দিল্লিতে দূষণ ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। আমি দিল্লির মেয়ে এবং আমি জানি আগে অবস্থা কেমন ছিল, আর এখন ক্রমশ খারাপ হচ্ছে। এটা বন্ধ করার জন্য কিছু একটা করা দরকার। নাহলে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে পাশে কেউ দাঁড়িয়ে থাকলেও আমরা দেখতে পাবো না।'
#WATCH | Delhi: On Air pollution, Actress Kriti Sanon says, "I don't think saying anything will help. It (pollution) is getting worse and worse. I am from Delhi, and I know what it used to be earlier, and it is getting worse. Something needs to be done to stop it; otherwise, it… pic.twitter.com/lfv2SLVLhn
— ANI (@ANI) November 22, 2025
প্রতি বছরই বাড়ছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। বাচ্চাদের উপর এর প্রভাব পড়ে মারাত্মক ভাবে। প্রায় প্রতি বছরই শীতের মরশুম শুরুর আগে থেকেই তীব্র বায়ুদূষণের জেরে অসুস্থ হয়ে পড়েন বাসিন্দাদের একাংশ। বাচ্চারাও সহজেই অসুস্থ হয়ে পড়ে। দেখা দেয় শ্বাসকষ্টজনিত সমস্যাও। তবে দূষণের মাত্রা কমার পরিবর্তে উত্তরোত্তর বেড়েই চলেছে। এবার তা নিয়েই সরব হয়েছেন বলিউড অভিনেত্রী। ছবি প্রচারে তাঁর সঙ্গে হাজির ছিলেন অভিনেতা ধনুষও। আনন্দ এল রাইয়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে ধনুষ এবং কৃতীর নতুন ছবি 'তেরে ইশক মে'। ইতিমধ্যেই ছবির ট্রেলার রিলিজ হয়েছে। প্রকাশ্যে এসেছে কয়েকটি গানও। চলতি মাসেই, ২৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাতে ছবিটি। সুর দিয়েছেন এ আর রহমান। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে ছবির গানগুলি। এবার দেখার দর্শকদের মনে এই ছবিটা কতটা প্রভাব ফেলতে পারে।






















