Dev as Byomkesh: কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন, 'ব্যোমকেশ'-এর মুক্তির তারিখ জানালেন দেব
Byomkesh Release Date: শুধু শ্যুটিং শেষের খবর নয়, দেব জানালেন ছবি মুক্তির সম্ভাব্য তারিখও। পোস্টের শেষে দেব লিখে দিলেন, ২০২৩ অর্থাৎ চলতি সালের ১১ অগাস্টই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ।
কলকাতা: শেষ হল বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র নতুন ছবি 'ব্যোমকেশ দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohosshyo)-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে ছবি ভাগ করে নিয়েছেন পর্দার ব্যোমকেশ স্বয়ং। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব (Dev)-কে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। শ্যুটিং শেষের পরে দেব প্রথম প্রকাশ্যে আনলেন ব্যোমকেশের বেশে তাঁর ছবি।
তবে এই প্রথম নয়, এর আগেও ব্যোমকেশের সেট থেকে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন দেব। ভাগ করে নিয়েছেন সত্যবতী বেশে রুক্মিণী আর অজিতের বেশে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-র ছবিও। তবে স্পষ্ট ছিল না তাঁদের সাজ। শ্যুটিং শেষের প্রকাশ্যে আনলেন দেব। তবে তা কিছুটা আবছা, ধোঁয়ায় ঢাকা। ঠিক গোয়েন্দা গল্পের মতোই রহস্যময়।
এদিন কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন করেন তাঁরা। চারটি শিডিউলে শ্যুটিং হয়েছে বিভিন্ন জায়গায়। কেবল শ্যুটিং শেষের জন্য কেক কাটাই নয়, এদিন সেটে উদযাপন হয় দেবের পোশাক শিল্পী জয়ন্তী সেনের জন্মদিনও। এই ছবির জন্যও দেবকে সাজিয়ে তুলেছিলেন তিনি। তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়ে কেক কাটার ভিডিও শেয়ার করেন দেব।
View this post on Instagram
View this post on Instagram