Dev on Projapati 2: পোস্টার লাগানোর পরেই শো পেল না প্রজাপতি ২! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ দেবের
Dev on not getting show: বাংলা সিনেমার একসঙ্গে মুক্তি আর প্রেক্ষাগৃহ নিয়ে লড়াই এই নতুন নয়। পুজোর সময় একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেয়েছিল।

কলকাতা: বছর শেষে মুক্তি পাচ্ছে একাধিক বাংলা ছবি, এর মধ্যেই রয়েছে 'প্রজাপতি ২'। দেব (Dev) আর মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত এই সিনেমা দেখার জন্য অনেক দর্শকই অপেক্ষা করে রয়েছেন। তবে বাংলায় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পাওয়া মানেই প্রেক্ষাগৃহ নিয়ে প্রতিযোগীতা শুরু হয়ে যায়। প্রায় প্রত্যেক সিনেমা মুক্তির আগেই প্রেক্ষাগৃহে হল পাওয়া নিয়ে শুরু হয়ে যায় বিভিন্ন বিতর্ক। এই বছর বড়দিনে 'প্রজাপতি ২'-এর পাশাপাশি মুক্তি পাচ্ছে, 'লহ গৌরাঙ্গের নাম রে' ও 'মিতিন-একটি খুনির সন্ধানে'। পাশাপাশি রয়েছে, 'অ্যাভটার'-এর মতো বিগ বাজেট হিন্দি সিনেমা। তবে এর মধ্যেই, 'প্রজাপতি ২'-এর পোস্টার লাগিয়েও সেই ছবি প্রেক্ষাগৃহে চালানো হল না! সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করেছেন দেব স্বয়ং!
বাংলা সিনেমার একসঙ্গে মুক্তি আর প্রেক্ষাগৃহ নিয়ে লড়াই এই নতুন নয়। পুজোর সময় একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেয়েছিল। সেই সময়ে দর্শকেরা হল নিয়ে লড়াইয়ের যে ছবিটা দেখেছিল, বাংলা ছবির ক্ষেত্রে তা খুব একটা ভাল বিজ্ঞাপন মোটেই নয়। পুজোর পরে এই সমস্যা সমাধান করতে একাধিকবার বৈঠকে বসেছে টলিউড। তবে সমস্যার মৌখিক সমাধান হলেও বর্তমানে যেন তা অধরাই রয়ে গেল। 'প্রজাপতি ২'-এর ট্রেলার লঞ্চে এসে দেব ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, 'বন্ধুরাই নাকি তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছে'। আর এবার, সোশ্যাল মিডিয়ায় সেই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েই সরব হলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় দেব একটি প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, 'এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমাহলে আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গা পায়নি। আশা করি সিনেমাহলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে।' প্রসঙ্গত, পুজোর সময় উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে নাম না করে দেবের উদ্দেশে 'মাফিয়া' শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল। যদিও এবার শীতেল লড়াইতে উইন্ডোজ নেই। তাঁদের প্রযোজিত ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়।
জানা যাচ্ছে, নবীনা সিনেমাহলে পোস্টার লাগানোর পরেও শো পায়নি 'প্রজাপতি ২'। সেই ঘটনার কথাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন দেব। যদিও কেন এই ঘটনা ঘটল, সেটা খোলসা করে বলেননি দেব। কোনও বিবৃতি দেওয়া হয়নি প্রেক্ষাগৃহের তরফেও।






















