Dev-Swastika-Rukmini: এবার হাতে বন্দুক... দুই 'রানি'-কে নিয়ে এবার কী বার্তা দিতে চান দেব?
Dev Rukmini Maitra and Swastika Mukherjee : সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন পোস্টার। সেখানে চমক রয়েছে দেবের লুকে। রুক্মিণী ও স্বস্তিকার এই লুক অবশ্য প্রকাশ্যে এসেছে আগেই

কলকাতা: একে একে প্রকাশ্যে আসছিল এই ছবির লুক। আর এবার, প্রত্যেকটা লুক একসঙ্গে এসে যেন বদলে দিল ছবির গল্পটাই। সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ পেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবির নতুন পোস্টার। একসঙ্গে দেখা গেল দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)-কে। আর সেখানে, চমক দেখা গেল দেবের লুকে। প্রথম পোস্টারে তাঁর হাতে দেখা গিয়েছিল ঝাড়ু। দ্বিতীয় পোস্টারে দেবের হাতে দেখা গেল বন্দুক। একটি বাচ্চার মাথায় সেই বন্দুক তাক করে রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন পোস্টার। সেখানে চমক রয়েছে দেবের লুকে। রুক্মিণী ও স্বস্তিকার এই লুক অবশ্য প্রকাশ্যে এসেছে আগেই। তাসের কার্ডের মতে নকশার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা চরিত্রকে। ক্যাপশানে সেই একই লাইন.. 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….” এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে!' এর আগে ইকলাখ রূপে দেখা গিয়েছিল দেবকে। A-হরফের কার্ডে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা চরিত্রই।
১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে 'মায়া' রূপে রুক্মিণীর লুক। তারপর প্রকাশ্যে আসে 'ইরা' রূপে স্বস্তিকার লুক। পরনে চুড়িদার, ঘাড় পর্যন্ত ছোট চুল, মায়াবী মেকআপ, হাতে একটা সফ্ট টয়। তাস 'Q' অর্থাৎ ক্যুইন বা রানি। আবহ সঙ্গীতের সঙ্গে পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ অনুরাগীদের। এদিন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক... এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে! বোর্ডরুমের রানি খেলা শুরু করলে সব বাজি বন্ধ হয়ে যায়! পরিচয় করা যাক ইরার সঙ্গে!' শেষমেশ ইকলাখ রূপে প্রকাশ্যে এলেন দেব। তবে এই ছবিতে আর কী কী চমক রয়েছে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে পুজো অবধি। পুজোয় মুক্তি পাচ্ছে 'টেক্কা'।
View this post on Instagram
আরও পড়ুন: Swastika and Shilajit: ছবির প্রচার করতেই স্বস্তিকাকে বয়কটের ডাক! পাশে দাঁড়ালেন শিলাজিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















