Dev on Mamata-Abhishek: মমতা নাকি অভিষেক? ব়্যাপিড ফায়ার রাউন্ডে কাকে বেছে নিলেন দেব?
Lok Sabha Election 2024: 'প্রধান'-এর সংলাপে ছিল, মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। কিন্তু দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে।
কলকাতা: অনেক নেতা-নেত্রীরাই যখন রাজনীতিকে বেছে নিয়েছিলেন, তখন তাঁরা মধ্যবয়সে পৌঁছেছেন। কিন্তু এই হিসেবটা সম্পূর্ণ উল্টে যায় দেবের ক্ষেত্রে। কেরিয়ারের একেবারে মধ্যগগনে তিনি রাজনীতিতে এসেছেন। লোকসভা ভোটে দাঁড়িয়েছেন। জয়ী হয়েছেন। ২০২৪ -এর আগে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারপরেও ফিরে এলেন তিনি, দাঁড়ালেন ভোটে। কোন ম্যাজিকে হয়েছিল এই অসাধ্য-সাধন। এবিপি আনন্দের (ABP Ananda) 'কার দখলে দিল্লি' অনুষ্ঠানে এসে সেই কথা খোলসা করলেন রাজনীতিক-অভিনেতা।
'প্রধান'-এর সংলাপে ছিল, মানুষ নিজের পায়ে দাঁড়ায় নিজের ইচ্ছেতে, ভোটে দাঁড়ায় জনগণের ইচ্ছেতে। কিন্তু দেব ভোটে দাঁড়িয়েছিল দিদির ইচ্ছেতে। দেব বলেন, 'একেবারেই তাই। ২০১৪ সালে আমি জানতামও না আমার নামটা ঘোষণা হবে প্রার্থী হিসেবে। একদিন আগে আমার কাছে ফোন এসেছিল। সেখানে দিদি একবারই বলেছিলেন আমায় প্রার্থী হওয়ার কথাটা। আমি একজনের জন্য দাঁড়িয়েছিলাম। শ্রীকান্ত মোহতা। এসভিএফের। আমি হায়দরাবাদ যাচ্ছিলাম শ্যুটিং করতে, তখন নাম ঘোষণা হয়। ১০ বছর পরে মনে হয়, এটা আমার নিয়তিতে লেখা ছিল। কী হল সেটা বুঝতেই আমার প্রথম একটা বছর লেগে গেল। রাজনীতি একটা এত বড় বিষয়! রাজ্যসভায়, লোকসভায় কতগুলো সিট আছে সেটাই জানতাম না। ফ্লাইট ল্যান্ড করে জানলাম আমার নাম ঘোষণা হয়েছে। সেখান থেকে দিদিকে ফোন করলাম। উনি কথা বললেন আমার সঙ্গে।'
কিন্তু কেন নিজের কেরিয়ারের একেবারে মধ্যগগনে রাজনীতিতে এসেছিলেন দেব? অভিনেতা বলছেন, 'নাম ঘোষণা হওয়ার পরে এই প্রশ্ন আমায় এক লক্ষ মানুষ করেছেন। ২০১৬-র পর থেকে পর পর আমার ছবি ফ্লপ হতে শুরু করল। আসলে কেবল আমার নয়, টলিউডেরই এখটা খারাপ সময় যাচ্ছিল। কিন্তু দাগিয়ে দেওয়া হল দেবের ছবি ওর রাজনৈতিক কেরিয়ারের জন্য ফ্লপ হচ্ছে। সেই সময়ে অনেক ভেবেছিলাম। মনে হচ্ছিল, আমি কি রাস্তা হারিয়ে ফেললাম? আটকে গেলাম? শেষ হয়ে যাচ্ছি? তারপরে ভাবলাম, পৃথিবীতে কিছু হয়নি বলে কিছু হবে না এমন তো না। আমি উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম। নিজের প্রতি, নিজের কাজের প্রতি, রাজনীতির প্রতি সৎ থেকেছি। আমি যেদিন বলেছিলাম আর ভোটে দাঁড়াব না, বিরোধী দলের তরফ থেকেও আমার কাছে ফোন এসেছিল যে, ভোটে দাঁড়াতেই হবে।'
অনুষ্ঠানের শেষ পর্বে, ব়্যাপিড ফায়ার রাউন্ডে দেবকে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে শেষ প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরে দেব বলেন, 'দেব। দুজনকেই দেবকে লাগবে'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।