Dev Bhaghajatin:হাতে বন্দুক নিয়ে সিমলিপাল জঙ্গলে রোমহর্ষক অ্য়াকশন দৃশ্য়ের শ্য়ুটিং! কী অভিজ্ঞতা দেবের?
Bengali Movie: কলকাতার বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে ছবির প্রচার চালাচ্ছেন দেব।
কলকাতা: হাতে বন্দুক নিয়ে ঘন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছেন দেব। কখনও একা, কখনও সঙ্গে রয়েছে সহকারীরা। শ্য়ুটিং-এর ফাঁকেই চিত্রনাট্য়ে চোখ বোলাচ্ছেন আবার সহকর্মীদের সঙ্গে খানিক বাক্য়লাপ। কথা হচ্ছে দেবের আসন্ন ছবি 'বাঘাযতীন' নিয়ে। এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমশই বাড়ছে। এবার প্রকাশ্য়ে এল এই ছবির নেপথ্য় কথা (Behind the scene)।
সিমলিপাল জঙ্গলে 'বাঘাযতীন'- এর অ্য়াকশন দৃশ্য়ে শ্য়ুটিং- এর অভিজ্ঞতা শেয়ার করে দেব জানালেন, 'এখানে শ্য়ুটিং করার সবথেকে ভাল ব্য়পার হল এখানে কোনও নেটওয়ার্ক নেই।' ফলে বোঝাই যাচ্ছে কোনওরকম ফোনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে এখানে শ্যুটিং সারতে পেরেছে টিম 'বাঘাযতীন'। অন্য়দিকে কস্টিউম ডিজাইনার জয়ন্তী সেন জানালেন, 'অনেকদিন পর এভাবে শ্য়ুটিং করার অভিজ্ঞতা তাঁর কাছে খুবই এক্সাইটিং।'
ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না দেব। কলকাতার বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে প্রচার চালাচ্ছেন অভিনেতা।
আরও পড়ুন...
সলমন-অরিজিতের মধ্য়ে দূরত্ব ঘোচাতে এগিয়ে এলেন শাহরুখ? কী বলছে সূত্র?
প্রসঙ্গত, পুজোয় বড়পর্দায় আসছে 'বাঘাযতীন' (Bagha Jatin)। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে। ছবির সেই পোস্টারে (New Poster Revealed) দেখা গেছে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাকে রয়েছেন দেব। যদিও হঠাৎ দেখলে বোঝার উপায় ছিল না কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কেড়েছিলেন দেব। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এসেছিল পোস্টার। ক্যাপশনে লেখা হয়েছিল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।
উল্লেখ্য়, অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালিত 'বাঘাযতীন'-এ অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছিলেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন অভিনেতা। তবে চোখের আঘাত বেশ গুরুতরই ছিল। জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে গাছের কাঁটা ঢুকে যায় দেবের চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বের করা হয় সেই কাঁটা। তবে আপাতত স্থগিত শ্যুটিং। কলকাতায় ফিরে এসেছেন তিনি। য ছবি তিনি শেয়ার করেছেন, সেই দৃশ্যটি করতে গিয়েই আঘাত পান দেব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial