Dev-Subhashree: লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে পাশাপাশি দেব-শুভশ্রী ! ‘ধূমকেতু’ মুক্তির আগে বড়মার কাছে পুজো দিলেন যুগলে
Dhumketu: এদিন নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) যুগলকে। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও।

কলকাতা: দীর্ঘ ৯ বছর পরে ফের একফ্রেমে দেব-শুভশ্রী। আগামীকাল ১৪ অগাস্টই মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ধূমকেতু’। বহু বছর ধরে এই ছবি মুক্তির প্রতীক্ষায় ছিলেন দেবের অনুরাগীরা আর এই ছবির মুক্তিকে ঘিরেই আরও একবার ‘কাছাকাছি’ এলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক অতীতে এমন কোনও বাংলা ছবির (Dhumketu) জন্য এত বিপুল উন্মাদনা দেখা যায়নি, অগ্রিম টিকিট বুকিংয়ের জোয়ার তুঙ্গে এই ছবির জন্য। আর সেই ছবি মুক্তির আগে এদিন নৈহাটির বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল দেব-শুভশ্রী (Dev-Subhashree) যুগলকে। সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকেও।
লাল পাঞ্জাবিতে সেজে উঠেছেন দেব আর একইভাবে তারই পাশে লাল বেনারসি আর সোনার গয়নায় সেজে উঠেছিলেন শুভশ্রী। পুজোর আগে দুজনেই পাশাপাশি বসে আশীর্বাদ নিয়েছেন বড়মার কাছে আর ছবি মুক্তির আগে ফের একবার দুজনকে যুগলে থাকতে দেখে উন্মাদনা তুঙ্গে উঠেছে অনুরাগীদের। দেব তাঁর সমাজমাধ্যমে এদিনের এই বড়মার কাছে পুজো দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। এই ভিডিয়োতে দেখা যায় হলুদ বসন পরিহিতা বড়মা, সালঙ্কারা। ধূপে-ধুনোয় অগুরুগন্ধে মোহিত চারপাশ। পুজো চলছে বড়মার। তাঁর সামনেই বসে আছেন দেব, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং পার্থ ভৌমিক। ধূপ জ্বালিয়ে পুজো দিলেন সকলে, তারপরে বাতি দেখানো হল রীতি মেনে।
পুজো শেষ হলে পুরোহিত সকলের কপালে এঁকে দেন মঙ্গলটিকা। তারপর দুজনেই একে একে হাঁটু গেড়ে বসে বড়মার সামনে প্রার্থনা জানান। তারপরে ফিরে আসেন সকলে। দেব শুভশ্রীকে আবারও একফ্রেমে পর্দায় দেখতে পাওয়ার উত্তেজনা-উন্মাদনায় জ্বরাক্রান্ত আপামর বাঙালি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর আগে নজরুল মঞ্চে এই ছবির ট্রেলার লঞ্চের দিন কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। রঙ মিলিয়ে কালো পোশাকে এদিন ধরা দিয়েছিলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেদের ছবির হিট গানে দুজনকে নাচতেও দেখা গেল। আর তারপরে দীর্ঘ ৯ বছর আগে ব্লক করে রাখা সমাজমাধ্যম ফের আনব্লক করেন দুজনেই। দেব ফলো করলেন শুভশ্রীকে, শুভশ্রী দেবকে। দর্শকদের অনুরোধে সেলফিও তোলেন দুজনে। প্রেম, বিচ্ছেদ, মান, অভিমান সব ধুয়ে মুছে ফের দুজনে একসঙ্গে, এক পর্দায়, এক ফ্রেমে। প্রেমে নেই, তবে ফ্রেমে ফিরে এসেছেন তারা।






















