Dev: 'প্রত্যেক জন্মে তুমিই আমার মা হয়ে এসো...', জন্মদিনে আদরে, চুম্বনে মাকে ভরালেন দেব
Dev Wishes Mother on Birthday: শত ব্যস্ততার ফাঁকে মায়ের জন্মদিন ভুললে কি চলে? মায়ের জন্মদিনে কাটলেন কেক, জড়িয়ে ধরে আদরে ভরালেন প্রিয় মানুষকে।
কলকাতা: তাঁর প্রশংসায় পঞ্চমুখ আট থেকে আশি। নিজের চেষ্টায় শক্ত করেছেন টলিউডের (Tollywood Star) মাটি। আপাতত বিভিন্ন ধরনের চরিত্রে নিজেই নিজেকে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ! জয়লাভও করছেন। তবে শত ব্যস্ততার ফাঁকেও পরিবারকে সময় দিতে ভোলেন না। আর উপলক্ষ যদি মায়ের (Dev Mother Birthday) জন্মদিন হয়, তাহলে বিশেষ পোস্ট তো মাস্ট! কথা হচ্ছে টলিউডের তারকা দেবের। মায়ের জন্মদিনে অভিনেতার আদুরে পোস্ট মন কাড়ল অনুরাগীদের। মায়ের কাছে রাখলেন বিশেষ আবদার।
মায়ের কাছে বিশেষ আবদার দেবের
সম্প্রতি মুক্তি পেয়েছে 'প্রধান'। সেখানে দেব, টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে বেঁধেছেন জুটি। সাফল্যে ভাসছেন অভিনেতা। সেই সঙ্গে ঘোষণা করেছেন একাধিক নতুন কাজের। শত ব্যস্ততার ফাঁকে মায়ের জন্মদিন ভুললে কি চলে? মায়ের জন্মদিনে কাটলেন কেক, জড়িয়ে ধরে আদরে ভরালেন প্রিয় মানুষকে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেন অভিনেতা। প্রথম ছবিতে একটি জন্মদিনের স্পেশাল কেক, সামনে হাসিমুখে দাঁড়িয়ে বার্থডে গার্ল অর্থাৎ অভিনেতার মা। পরের দুটি ছবিতে 'বার্থডে স্পেশাল হাগ'। মাকে আঁকড়ে জড়িয়ে গালে আদরের চুম্বন আঁকছেন অভিনেতা। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আমি পরজন্মে বিশ্বাসী নই... কিন্তু এমন যদি কিছু সত্যিই থেকে থাকে, আমার মা হয়েই প্রত্যেক জন্মে এসো।' অভিনেতার পোস্টে তাঁর মাকে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। গায়ক রাহুল দত্ত, পরিচালক রামকমল মুখোপাধ্যায়, অভিনেতা রোহন ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, নীলাঞ্জনা সেনগুপ্ত প্রমুখ জানিয়েছেন শুভেচ্ছা। ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তারকার অজস্র অনুরাগীও।
View this post on Instagram
আরও পড়ুন: Prabhas New Movie: মারুতির পরিচালনায় ফিরছেন 'রেবেল স্টার' প্রভাস, প্রকাশ্যে নয়া ছবির নাম ও প্রথম লুক
সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় থাকেন দেব। তাঁর ছবির বা প্রজেক্টের প্রচার সংক্রান্ত পোস্টের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত ভাগ করে নেন তিনি অনুরাগীদের সঙ্গে। এর আগেও বিভিন্ন বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন মায়ের সঙ্গে ছবি পোস্ট করে। 'বাঘাযতীন' ছবির সেট থেকেও মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। দারুণ অভিনেতার পাশাপাশি যে তিনি ভাল সন্তানও, সেই স্বীকৃতি তাঁকে তাঁর অনুরাগীরাই দিয়ে দিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।