(Source: Poll of Polls)
Tollywood Bengali Film: শ্যুটিং ফ্লোরে খুন, রহস্য সন্ধানে ঋত্বিকা, থাকছেন দেবলীনাও
Entertainment News: থ্রিলার ছবির প্রেক্ষাপটে নতুন ছবি তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ছবির নাম 'মহরত'।
কলকাতা: শ্যুটিং চলছিল দুই ফ্লোরে। চূড়ান্ত ব্যস্ততা, লোকজনের যাতায়াত। যেমন পরিবেশ থাকে আর কি! হঠাৎ খুনের খবরে লন্ডভন্ড সবটা! একটা নয়, জোড়া খুন! ছবির দুই নায়িকাই মৃত! এবার কিভাবে হবে সেই ছবির 'মহরত'?
এমনই প্রেক্ষাপটে নতুন ছবি তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ছবির নাম 'মহরত'। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, মীর আলম, ঋত্বিকা সেন (Ritwicka Sen), দেবলীনা দত্ত (Devleena Dutta), বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপি ঘোষ ও অন্যান্যরা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। ছবির গল্পটি মূলত থ্রিলার। দুটি খুনের ঘটনা নিয়েই এগিয়ে যায় এর গল্প।
ছবির প্রথমে খুন হয় নায়িকা অপর্ণা। শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি আউটডোরে শ্যুটিংয়ে খুন হন নামকরা অভিনেত্রী অপর্ণা। তার স্বামী সৃজন একজন নামকরা চিত্রপরিচালক। বিচ্ছেদের বেশ কয়েক বছর পরে দেখা হয় তাঁদের। আর সেখানেই খুন হতে হয় অপর্ণাকে। ডিভোর্সের ৩ বছর পরে দেখা হওয়া, তারপরে খুন.. সব মিলিয়ে ঘনীভূত হয় রহস্য। এই চরিত্রেই দেখা যাবে দেবলীনাকে। অন্যদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ঋত্বিকা সেনকে।
পরিস্থিতির চাপে এই তদন্তের ভার যায় সিআইডির হাতে। অন্যদিকে তদন্তের মধ্যে উঠে আসে সিনেমার নায়ক সোহেল খানের নাম। এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখানো হয়েছে সংবাদ মাধ্যমকে। ঘটনার রহস্য উন্মোচন করে মিডিয়াই। সুতরাং এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋত্বিকা, তা বলাই বাহুল্য। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।
এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে এখনও প্রকাশ্যে আসেননি মুক্তির দিন। এর আগে 'কিশলয়' বা 'ফতেমা'-র মতো একেবারে অন্যধারার ছবি তৈরি করেছেন আতিউল। তাঁর এই ছবি নিয়েও প্রত্যাশা রয়েছে।
আরও পড়ুন: Monali Mother Death: মাতৃহারা মোনালি ঠাকুর, দীর্ঘ অসুস্থতার পরে প্রয়াত সঙ্গীতশিল্পীর মা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।