Devlina Kumar Birthday: স্ত্রী দেবলীনার জন্মদিনে নেট দুনিয়ায় ভালোবাসা উজাড় গৌরবের
Tollywood Celebrity Updates: স্ত্রীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে পোস্ট করলেন একগুচ্ছ ছবিও।
![Devlina Kumar Birthday: স্ত্রী দেবলীনার জন্মদিনে নেট দুনিয়ায় ভালোবাসা উজাড় গৌরবের Devline Kumar Birthday: gourab chatterjee shares special wish and bunch of special photos on wife devlina kumar birthday, know in details Devlina Kumar Birthday: স্ত্রী দেবলীনার জন্মদিনে নেট দুনিয়ায় ভালোবাসা উজাড় গৌরবের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/065708c35b7a5621341f95d36051e8c01670302784114214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ জন্মদিন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar)। নেট দুনিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। স্ত্রীর জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। সঙ্গে পোস্ট করলেন একগুচ্ছ ছবিও।
দেবলীনার জন্মদিনে গৌরবের শুভেচ্ছাবার্তা-
এদিন টলিউড অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্ত্রী দেবলীনা কুমারকে (Devlina Kumar Birthday) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। সঙ্গে 'শুভ জন্মদিন ডার্লিং' ও লিখেছেন। গৌরবের পোস্টে কমেন্ট করেছেন দেবলীনা নিজেও। তিনি যে তারকা স্বামীর জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত, তা প্রকাশ পাচ্ছে তাঁর কমেন্টে। গৌরবের পোস্টে দেবলীনা লিখেছেন, 'থ্যাঙ্ক ইউ বেবি। যে ছবিগুলো পোস্ট করেছো, তার বাছাইয়ের জন্য অনেক ভালোবাসা। খুব ভালো।' শুধু গৌরবই নন, দেবলীনা কুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও।
আরও পড়ুন - Malaika Arora: অর্জুন নাকি আরবাজ, দুর্ঘটনার পর মালাইকাকে প্রথম কে দেখতে গিয়েছিলেন?
প্রসঙ্গত, সামনেই গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের বিবাহবার্ষিকী। ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রূপকথার জাল বুনেছেন তারকা দম্পতি। একসঙ্গে ফিটনেস গোল অ্যাচিভ করা থেকে সাইকেল-সফর , তারকা দম্পতির প্রেমের উত্তাপ টের পেয়েছেন প্রত্যেকেই।
">
">
">
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)