Dhanush Aishwaryaa Spilt: ঐশ্বর্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে বিস্ফোরক ধনুশের বাবা
থালাইভা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর সঙ্গে আঠেরো বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা। কিন্তু এবার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অন্য কথা বললেন 'কোলাভেরি ডি' অভিনেতার বাবা।
চেন্নাই: মাত্র কয়েকদিন আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন ধনুশ (Dhanush) এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush)। থালাইভা রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর সঙ্গে আঠেরো বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা। কিন্তু এবার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে অন্য কথা বললেন 'কোলাভেরি ডি' অভিনেতার বাবা।
ধনুশ-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই অভিনেতার বাবা কস্তুরী রাজা অন্য কথা বললেন। 'আতরঙ্গী রে' তারকার বিবাহিত সম্পর্কে ইতি টানার কথা অস্বীকার করে তিনি জানান, এটা নিতান্তই রোজকার পারিবারিক সমস্যা। বিবাহবিচ্ছেদ হচ্ছে না তাঁদের।
এক দৈনিকে সাক্ষাৎকার দেওয়ার সময় ধনুশের বাবা কস্তুরী রাজা বলেন, 'ধনুশ আর ঐশ্বর্যর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়নি। মতবিরোধ হওয়ার কারণে ওদের মধ্যে সাধারণ ঝগড়া হয়েছে। এটা রোজকার সাধারণ পারিবারিক সমস্যার মতো একেবারে। দুজনেই এই মুহূর্তে শহরের বাইরে রয়েছে। দুজনেই রয়েছে এখন হায়দরাবাদে। আমি দুজনের সঙ্গেই ফোনে কথা বলেছি। দুজনকে নানা পরামর্শও দিয়েছি।'
আরও পড়ুন - Shaan's Mother Demise: প্রয়াত জনপ্রিয় গায়ক শানের মা সোনালি মুখোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন ধনুশ ও তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) বিবাহিত সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।'