Dharmajuddho Trailer: প্রকাশ্যে 'ধর্মযুদ্ধ' ছবির দ্বিতীয় ট্রেলার, মুক্তি ২১ জানুয়ারি
Dharmajuddho Trailer: 'ধর্মসংকট নাকি অস্তিত্ত্বের সংকট? বেঁচে থাকার যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ?' প্রশ্নের উত্তর নিয়ে আসবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী।
![Dharmajuddho Trailer: প্রকাশ্যে 'ধর্মযুদ্ধ' ছবির দ্বিতীয় ট্রেলার, মুক্তি ২১ জানুয়ারি Dharmajuddho Trailer: Upcoming Bengali movie Dharmajuddho second trailer released Dharmajuddho Trailer: প্রকাশ্যে 'ধর্মযুদ্ধ' ছবির দ্বিতীয় ট্রেলার, মুক্তি ২১ জানুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/fcebe17d6904a5338affb2b4a4a3c6de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গতকালই জানিয়েছিলেন বড়দিনে বড় সারপ্রাইজ থাকবে অনুরাগীদের জন্য। সেই মতো কথা রাখলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী (Subhashree Ganguly and Raj Chakrabarty)। প্রকাশ্যে এল 'ধর্মযুদ্ধ' (Dharmajuddho) ছবির দ্বিতীয় ট্রেলার। রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মীয় সঙ্কট নিয়ে গড়ে তোলা ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে আগামী বছর, ২১ জানুয়ারি।
এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন ট্রেলার পোস্ট করে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, "ধর্মের বেশে মোহ যারে এসে ধরে.. অন্ধ সে-জন মারে আর শুধু মরে!"(অপরিবর্তিত)
View this post on Instagram
ধর্মীয় হানাহানি, হিংসার এক চিত্র উঠে আসবে পর্দায়। 'ধর্মসংকট নাকি অস্তিত্ত্বের সংকট? বেঁচে থাকার যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ?' (অপরিবর্তিত)। এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী। অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। ছবির সংলাপ ও গল্প পদ্মনাভ দাশগুপ্তের। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শুভশ্রী (Subhashree Ganguly Instagram)। প্রায়ই নানা ছবির প্রোমোশন থেকে নিজের ব্যক্তিগত জীবনের ননা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে তা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তাই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)