ধর্মেন্দ্রর কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন মালাইকা! কী বলেছিলেন অভিনেতা?
সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে পোস্ট করা প্রোমোতে দেখা যাচ্ছে, জনপ্রিয় 'আপকি নজরো নে সমঝা' গানে পারফর্ম করছেন দুজন প্রতিযোগী। ব্যাকগ্রাউন্ডে রয়েছে ধর্মেন্দ্রর সঙ্গে সানি দেওল ও ববি দেওলের ছবি।
মুম্বই: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এবং আশা পারেখকে (Asha Parekh) খুব শীঘ্রই অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যাবে জনপ্রিয় 'ইন্ডিয়াস বেস্ট ডান্সার টু' (India's Best Dancer 2) রিয়েলিটি শোয়ে। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বা প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায় কেরিয়ারের স্ট্রাগলের দিনের কথা বলছেন ধর্মেন্দ্র। আর তা শুনেই আবেগে চোখে জল এসে যায় অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora)।
আরও পড়ুন - ABP Ananda Exclusive: তাঁর গানেই লিপ দিয়েছিলেন দিলীপ কুমার, 'সাগিনা'র জন্মদিনে স্মৃতিচারণ অনুপ ঘোষালের
সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা প্রোমোতে দেখা যাচ্ছে, জনপ্রিয় 'আপকি নজরো নে সমঝা' গানে পারফর্ম করছেন দুজন প্রতিযোগী। ব্যাকগ্রাউন্ডে রয়েছে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওলের ছবি। দুই প্রতিযোগীর অসাধারণ পারফরম্যান্স দেখে চোখের জল এসে যায় বিচারকের আসনে বসে থাকা ধর্মেন্দ্র, মালাইকা অরোরা, গীতা কপূরদের। প্রতিযোগীদের পারফরম্যান্স এতটাই মনোগ্রাহী ছিল যে, মালাইকা অরোরা কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। বিচারকের আসনে থাকা গীতা কপূর তাঁকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করেন। এরপরই নিজের জীবনের গল্প বলতে শুরু করেন ধর্মেন্দ্র। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, 'এই জীবনে যতদিন আমরা বেঁচে থাকব, সেটাই সবথেকে বড় স্ট্রাগল। সারা জীবন আমাদের স্ট্রাগল করে যেতে হবে। এই স্ট্রাগল কোনওদিন শেষ হবে না। এই স্ট্রাগলই তোমাদের আজ এই স্টেজে নিয়ে এসেছে। আগামীদিনে আরও বড় কোনও জায়গায় যাওয়ার জন্য আরও স্ট্রাগল করতে হবে। আমিও অনেক স্ট্রাগল করেছি। আজও করে চলেছি।'
প্রসঙ্গত, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিংয়ে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহ এবং আলিয়া ভট্টকে। এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাবানা আজমি, জয়া বচ্চনকে।