Dharmendra Health Update : ধর্মেন্দ্র স্থিতিশীল, সেরে উঠছেন, মৃত্যুর খবর উড়িয়ে পোস্ট কন্যা এষার
Esha Deol post: বর্ষীয়াণ অভিনেতা সেরে উঠছেন। এই সময় পারিবারিক গোপনীয়তাকে সম্মান দিতে অনুরোধ করলেন এষা।

তিনি স্থিতিশীল আছেন। সেরে উঠছেন। মৃত্যুর খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ধর্মেন্দ্র কন্যা এষা দেওল। লিখলেন, ভুল তথ্য ছড়িয়েছে, তাঁর বাবা আর নেই বলে। কিন্তু সেই খবর ভুল। বর্ষীয়াণ অভিনেতা সেরে উঠছেন। এই সময় পারিবারিক গোপনীয়তাকে সম্মান দিতে অনুরোধ করলেন এষা।
Daughter of veteran actor Dharmendra, Esha Deol posts an update about his health. The previous tweet related to his demise was attributed to Defence Minister Rajnath Singh, and after confirmations from the media team of Dharmendra. The tweet now stands deleted till further… pic.twitter.com/OIEptsiJJP
— ANI (@ANI) November 11, 2025
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেই খবর উড়িয়ে পোস্ট করেছেন স্ত্রী হেমা মালিনীও। তিনি লেখেন, 'অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।'
What is happening is unforgivable! How can responsible channels spread false news about a person who is responding to treatment and is recovering? This is being extremely disrespectful and irresponsible. Please give due respect to the family and its need for privacy.
— Hema Malini (@dreamgirlhema) November 11, 2025
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে ,প্রবীণ অভিনেতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। যদিও তার পরিবার এখনও তার অবস্থা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ধর্মেন্দ্র বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেব পাহলাজানির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার থেকেই ধর্মেন্দ্রকে নিয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। তখনই সানি দেওল জানান, ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন। সানি দেওল টিমের তরফেও সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, প্রবীণ অভিনেতা সুস্থ আছেন এবং অনুরাগীদের অনুরোধ করা হয়, তাঁরা যেন ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ান। বিবৃতিতে বলা হয়, " ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন এবং তিনি পর্যবেক্ষণে আছেন। পরবর্তী আপডেট জানা গেলে শেয়ার করা হবে। দয়া করে তাঁর স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না। সকলকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার এবং পরিবারের গোপনীয়তার অধিকারকে সম্মান করার জন্য অনুরোধ করা হচ্ছে। " এখন অভিনেতার স্ত্রী ও মেয়েও একই কথা জানালেন।
( সংবাদ সংস্থার সূত্র ধরে, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশিত হয় এবিপি লাইভ বাংলাতেও। এই ত্রুটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী )























