Dharmendra: নাতির বিয়েতে 'কাছাকাছি' ধর্মেন্দ্র-প্রকাশ কৌর, কর্ণ দেওলের পোস্ট করা ছবি ভাইরাল
Dharmendra and Prakash Kaur: তাঁরা তারকা পরিবারের স্ত্রী, কিন্তু বিশেষ লাইম লাইটে আসেন না। একজন তারকা অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর, অপর জন সানি দেওলের স্ত্রী পূজা।

মুম্বই: ১৮ জুন, সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওল (Karan Deol)। দীর্ঘদিনের প্রেমিকা দৃশাকে (Drisha) বিয়ে করলেন তিনি। রাজকীয় বিয়েতে একাধিক মূল্যবান মুহূর্ত ক্যামেরাবন্দি হল দেওল পরিবারের। তাঁদের একসঙ্গে বহুদিন পর থেকে আনন্দিতল অনুরাগীরাও। সম্প্রতি কর্ণ তাঁর বিয়ের আরও একগুচ্ছ ছবি পোস্ট করেন, যেখানে দেখা মিলল ধর্মেন্দ্রর (Dharmendra) প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur)। দেখা গেল সানির স্ত্রী পূজাকেও (Pooja)।
নাতির বিয়েতে পাশাপাশি দেখা গেল ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরকে
তাঁরা তারকা পরিবারের স্ত্রী, কিন্তু বিশেষ লাইম লাইটে আসেন না। একজন তারকা অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর, অপর জন সানি দেওলের স্ত্রী পূজা।
দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সানি দেওলের ছেলে কর্ণ দেওলের বিয়ের ছবিতে। বলিউডের একাধিক তারকা আমন্ত্রিত ছিলেন সেখানে। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় পরিবারের লোকজনের বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেন বর নিজেই। সেখানেই দেখা গেল প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে খোশমেজাজে ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।
View this post on Instagram
একটি ছবিতে দেখা গেল নাতি ও নাতবউয়ের সঙ্গে পোজ দিয়েছেন ধর্মেন্দ্র ও প্রকাশ কৌর। অন্যদিকে অপর একটি ছবিতে দেখা গেল প্রকাশের সঙ্গে গল্পে মেতেছেন ধর্মেন্দ্র, পাশে হাসি মুখে দাঁড়িয়ে স্ত্রী। এই ছবি পোস্ট করা হয় এক ফ্যানপেজের তরফে। ক্যাপশনে লেখা হয়, 'ধর্মেন্দ্র তাঁর স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁদের নাতির বিয়েতে। ১৯৫৪ সাল থেকে তাঁরা বিবাহিত যখন ধর্মেন্দ্রর বয়স ছিল ১৯। প্রায় ৭০ বছর ধরে বিবাহিত তাঁরা... তাঁদের একসঙ্গে চার সন্তান রয়েছে...।'
View this post on Instagram
প্রসঙ্গত, ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। ধর্মেন্দ্র ইসলাম ধর্মে রূপান্তরিত হন, শুধুমাত্র যাতে তিনি হেমা মালিনীকে বিয়ে করতে পারেন কারণ প্রকাশ কৌর বিবাহ বিচ্ছেদ চাননি। কর্ণ দেওলের বিয়েতে যদিও উপস্থিত ছিলেন না হেমা মালিনী বা তাঁদের দুই কন্যা এষা দেওল ও অহনা দেওল। কিন্তু নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কর্ণ ও দৃশাকে অঢেল শুভেচ্ছা জানান এষা। তিনি লেখেন, 'শুভেচ্ছা কর্ণ ও দৃশা, একসঙ্গে তোমাদের দুজনের আগামী কাটুক আনন্দে। অনেক ভালবাসা।'

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial























