Dharmendra Update: 'মনেই হল না নতুন টিম,' শ্যুটিং ফ্লোর থেকে আপ্লুত ধর্মেন্দ্রর ছবি পোস্ট
Dharmendra Update: ধর্মেন্দ্র ছাড়াও রণবীর সিংহ ও আলিয়া ভট্ট অভিনীত, কর্ণ জোহরের এই ছবিতে দেখা যাবে শাবানা আজমি ও জয়া বচ্চনকেও। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন 'শোলে' অভিনেতা।
নয়াদিল্লি: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র (Rocky Aur Rani Ki Prem Kahani) কলাকুশলীদের সঙ্গে ফ্রেমবন্দি হলেন 'আপ কি ধরম'। সঙ্গে সুন্দর ক্যাপশনে ছবির টিমের প্রতি শ্রদ্ধাও জানালেন।
ধর্মেন্দ্র ছাড়াও রণবীর সিংহ ও আলিয়া ভট্ট অভিনীত, কর্ণ জোহরের এই ছবিতে দেখা যাবে শাবানা আজমি (Shabana Azmi) ও জয়া বচ্চনকেও (Jaya Bachchan)। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন 'শোলে' অভিনেতা। দিল্লিতে শ্যুটিংয়ের মাঝে পোজ দিলেন অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন: Brahmastra Film Update: 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিংয়ে একস্ক্রিনে অমিতাভ-রণবীর, অদেখা ছবি পোস্ট পরিচালকের
ছবিতে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, শাবানা আজমিকে সাদা পোশাকে দেখা গেল। সঙ্গে রঙিন বেশে কর্ণ জোহর। ছবি পোস্ট করে ক্যাপশনে ধর্মেন্দ্র লেখেন, 'বন্ধুরা, সকলের থেকে এত বেশি ভালবাসা পেয়েছি যে বুঝতেই পারলাম না একটা নতুন ইউনিটের সঙ্গে কাজ করছি।'
View this post on Instagram
'অ্যায় দিল হ্যায় মুশকিল' (Ae Dil Hai Mushkil) ছবির পাঁচ বছর পর ফের একবার পরিচালকের আসনে কর্ণ জোহর (Karan Johar)। আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে (Ranveer Singh and Alia Bhatt) নিয়ে তৈরি হচ্ছে তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)।