Brahmastra Film Update: 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিংয়ে একস্ক্রিনে অমিতাভ-রণবীর, অদেখা ছবি পোস্ট পরিচালকের
'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শ্যুটিংয়ে বাধা পড়ে। লকডাউন, করোনা পরিস্থিতি কাটিয়ে ফের শুরু হয়েছে শ্যুটিং।
মুম্বই: বলিউডের আসন্ন ছবিগুলির মধ্যে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) নিয়ে যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। 'ব্রহ্মাস্ত্র' ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের রিয়েল লাইফ জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টকে (Alia Bhatt)। এই দুই অভিনেতা ছাড়াও এই ছবির অন্যতম বড় আকর্ষণ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ফলে, তারকার তালিকার হিসেবে বলিউডের অন্যতম আকর্ষণী ছবি হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'।
ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু করোনা পরিস্থিতির কারণে শ্যুটিংয়ে বাধা পড়ে। লকডাউন, করোনা পরিস্থিতি কাটিয়ে ফের শুরু হয়েছে শ্যুটিং। পছন্দের তারকাদের একসঙ্গে এই ছবিতে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না অনুরাগীরা। নেট মাধ্যমে তেমনটাই প্রতিক্রিয়া অনুরাগীদের। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'ছবি তোলার সময়'। অয়ন মুখোপাধ্যায়ের পোস্ট করা ছবিতে একস্ক্রিনে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং রণবীর কপূরকে। প্রজন্ম, অভিজ্ঞতা কিংবা অভিনয় দক্ষতা, এসবের দিক থেকে অমিতাভ বচ্চনের সঙ্গে রণবীর কপূরের অনেকটা ব্যবধান থাকলেও, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের তালিকায় শীর্ষের দিকেই জায়গা করে নিয়েছেন তিনি। ফলে দুই অভিনেতাকে একস্ক্রিনে দেখে আপ্লুত দর্শক।
প্রসঙ্গত, কর্ণ জোহরের প্রযোজনায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌনী রায় (Mouni Roy) এবং কিংবদন্তি অভিনেতা নাগার্জুনকে। 'ওয়েক আপ সিড', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র পর রণবীর কপূরের সঙ্গে তৃতীয় ছবি করতে চলেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।