এক্সপ্লোর
বায়োপিকে সুশান্তর অভিনয়ের প্রশংসা করে মাহি বলেছিলেন, ‘ওর হেলিকপ্টার শট আমার মতোই’
বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবরে শোকবিহ্বল সিনেমা জগত। ২০১৬-র ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সুশান্তর সবচেয়ে সফল সিনেমা ধোনি: দ্য আনটোল্ড স্টোরি মুক্তি পেয়েছিল।

মুম্বই: বলিউডের উদীয়মান অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবরে শোকবিহ্বল সিনেমা জগত। ২০১৬-র ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সুশান্তর সবচেয়ে সফল সিনেমা ধোনি: দ্য আনটোল্ড স্টোরি মুক্তি পেয়েছিল। ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। বক্সঅফিসে এই সিনেমা ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল। ধোনি স্বয়ং এই সিনেমার প্রমোশনে অংশ নিয়েছিলেন এবং সুশান্তর প্রশংসা করেছিলেন।
সিনেমার মুক্তির আগেই ধোনি বলেছিলেন, এই সিনেমার সাফল্য সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী। সিনেমার প্রোমোশনের সময় ধোনি বেশ কিছু সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সময় ধোনি বলতেন, সিনেমা সুশান্ত দারুণ অভিনয় করেছেন।
ধোনি এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, সিনেমার সময় সুশান্তর ওপর প্রচুর চাপ ছিল। সুশান্তর পক্ষে এই চরিত্রে অভিনয় কঠিন ছিল। ওকে আমার চরিত্র তুলে ধরতে হত। ওকে আমি বলেছিলাম, তুমি তো প্রশ্নই করতে থাকো।
ধোনি বলেছিলেন, তিনি সুশান্তর সঙ্গে ক্রিকেটও খেলেছিলেন। ধোনি বলেন, আমরা একসঙ্গে খুব বেশি সময় কাটাইনি। একবার ক্রিকেটও খেলেছিলাম। সিনেমাও ও হেলিপক্টার শট খেলেছিল, তা পুরোপুরি আমার মতোই ছিল।
সুশান্তও বলেছিলেন যে, ২০০৭-এ ধোনির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন তিনি। প্রোমোশনের সময় সুশান্ত বলেছিলেন, ধোনির জীবনে লড়াই সম্পর্কে জানেন। সেজন্য তিনি ধোনিকে সম্মান করেন।
ধোনির বায়োপিকের পর সুশান্তর সিনেমা খুব বেশি হিট হয়নি। যদিও প্রত্যেক সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
